ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বেডে পাওয়া একটি বোতামের সূত্র ধরেই হত্যকারীকে গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৫:৩৮

১৪ ই এপ্রিল হনুফা আক্তার নামে এক নারীর হত্যা কান্ডের সহিত যুক্ত থাকার অপরাধে ১ জন আসামীকে সাভার মডেল থানা গ্রেফতার করে।  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস্ এন্ড ট্রাফিক) উত্তর  আবদুল্লা হিল কাফি এক প্রেস বিফিং এর মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ এপ্রিল ২০২৩ ইং তারিখ সন্ধ্যা  অনুমান ৭টার সময়  হনুফা আক্তার হত্যার ঘটনায়  তার স্বামী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন, ।  মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে এসআই (নিঃ) দিদার হোসেন এর উপর অর্পন করা হয়।  ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) এবং অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে সাভার মডেল থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) আব্দুর রাশিদ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ দিদার হোসেন সঙ্গীয় আরো অফিসার-ফোর্সসহ ঘটনার মূল রহস্য উন্মেচন করার জন্য মাঠে নামে। মামলায় ডিসিস্ট হনুফা আক্তার এর স্বামী জানান যে, তিনি গত ইং-১২/০৪/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ৭ টার সময় তাহার স্ত্রী হনুফা আক্তারকে সুস্থ্য অবস্থায় রেখে পাশ্ববর্তী মসজিদে তারাবির নামাজ পড়তে যান। নামাজ শেষে একই তারিখ রাত অনুমান সাড়ে  ৯ টার সময় তাহার নিজ বাড়িতে এসে দেখে তাহার স্ত্রী খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে। তাহার স্ত্রীর বাম গালের এবং থুতনির নিচে নখের একাধিক আচড় ছিল। এছাড়াও মুখ দিয়ে রক্তমিশ্রিত লালা বের হচ্ছিল। খাটের উপর একটি বালিশ রক্তমাখা অবস্থায় ছিল। ঘটনাস্থলে তদন্তকারী টিম তল্লাশী করাকালে ঘরের মেঝেতে একটি বোতাম এবং একটি হ্যান্ড গ্লাভস এর বৃদ্ধাংগুলির অংশ বিশেষ পান । উক্ত বোতামটির ডিসিস্টের স্বামী পরিহিত শার্টের বোতামের সাথে মিল ছিল না। বিভিন্ন কৌশলে তদন্তের একপর্যায়ে দেখা যায় মৃতার সহোদর ভাই মোহাম্মদ আলীর পরিহিত শার্টের একটি বোতাম ছেড়া এবং ঘটনাস্থলে প্রাপ্ত বোতামের সঙ্গে মোহাম্মাদ আলীর পরিহিত শার্টের অন্যান্য বোতামের সাথে হুবহু মিলে আছে। মোহাম্মাদ আলীর শরীর পর্যবেক্ষন করে দেখা যায় তাহার ডান কানের নিচে এবং নাকে হালকা নখের আচড় রহিয়াছে। মোহাম্মাদ আলীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহার বোন হনুফা আক্তার এর হত্যার ঘটনায় সে নিজেই জড়িত মর্মে স্বীকার করে। আসামী জানায় যে, অনুমান ১২ বছর পূর্বে মোহাম্মদ আলী তাহার পিতা জীবিত থাকা অবস্থায় তাহার সমস্ত সম্পত্তি (অনুমান ২০ বিঘা জাল-জালিয়াতির মাধ্যমে রেজিস্টি করিয়া নেয়। পরবর্তীতে তাহার পিতা কটু ফকির বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা দায়ের করিয়া উল্লেখিত জমি রায়ের মাধ্যমে ফেরত পান। অতঃপর কটু ফকির তাহার অনুমান ২০ বিঘা সম্পত্তি ডিসিস্ট হনুফাকে ওসিয়ত দলিল করে দেন। এরপর হতে ধৃত আসামী মোহাম্মদ আলী ডিসিস্টকে অর্ধেক সম্পত্তি ফেরত দেওয়া জন্য চাপ প্রয়োগ করে আসছে। এ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ভাই বোনের মধ্য ঝগড়া বিবাধ ও বিরোধ চলে আসিতেছিল। আটককৃত আসামী তাহার বোনের নিকট সম্পত্তি ফেরত না পেয়ে তাহাকে হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ইং-১২/০৪/২৩ ইং তারিখ রাত অনুমান ৭/৮ টার সময় ডিসিস্ট এর স্বামী মোঃ হারুন অর রশিদ তুষার তারাবির নামাজ পড়তে গেলে সেই সুযোগে আসামী মোহাম্মদ আলী ডিসিস্টকে তাহার ঘরে একা পেয়ে ধস্তাধস্তি করিয়া খাটের উপর ফেলাইয়ে ডান হাতে গ্লাভস পড়িয়া বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গতকাল সাভার মডেল থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন