রিয়াদকে নিয়ে এখনও একই মন্তব্য হাথুরুর
ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে প্রায় প্রতিটি দলই। দৌড়ঝাঁপ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। যদিও দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ পরপর দুই সিরিজে না থাকায় তাকে নিয়ে আলোচনার শেষ নেই। তিনি বিশ্বকাপ দলে থাকবেন কিনা এ নিয়ে চলছে তুমুল আলোচনা।
যা নিয়ে ইতোমধ্যেই একাধিক বিসিবি কর্মকর্তা তাকে নিয়ে মন্তব্য করেছেন। সর্বশেষ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, রিয়াদকে বিশ্বকাপ দলে দেখছেন না তিনি। এবার সেই প্রসঙ্গে কথা বললেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বলছেন, এখনও রিয়াদের সুযোগ শেষ হয়ে যায়নি।
আজ (২৯ এপ্রিল) সিলেটে টাইগারদের শেষ দিনের অনুশীলন ক্যাম্প শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এ সময় তিনি বলেন, ‘আগেও যেটা বলেছি, এখনও পরিস্থিতি তেমনই আছে। তারা সবাই লিস্টে আছে। সবাই বিশ্বকাপের আগে এসে খেলার সুযোগ পাবে। আমরা এখনও ওই মানসিকতা বদলাইনি।’
এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগমুহূর্তেও রিয়াদের বিষয়ে একই মন্তব্য করেছিলেন হাথুরুসিংহে। ওই সময় তিনি বলেছিলেন, ‘মাহমুদউল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখার জন্য। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ, এখনও যথেষ্ট ম্যাচ বাকি আছে।’
গতকাল (২৮ এপ্রিল) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু পুল নিয়ে কথা বলেন গণমাধ্যমে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের ভাবনায় গড়ে তোলা সেই পুলে রিয়াদ থাকছেন কি না। এমন প্রশ্নে নান্নু বলেন, ‘১ জন নয়, ২৪ খেলোয়াড় নিয়ে পুল করা আছে। সুতরাং এখানে পার্টিকুলার কাউকে নয়, যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’
এদিকে বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে কোনো ম্যাচের সূচি এখনো প্রকাশ করা হয়নি, এতে পরিকল্পনায় কোনো সমস্যা হচ্ছে কি না? জবাবে হাথুরু জানান, ‘এটা শুধু আমাদের না। বিশ্বকাপের সঙ্গে জড়িত সবাইকে এফেক্ট করছে। আমার মনে হয় ভারত দ্রুতই ঘোষণা করবে। যদি দ্রুত ঘোষণা দেয়, এটা আমাদের পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে ‘
এমএসএম / এমএসএম
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার