ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সৌদিআরবেও এসএসসি পরীক্ষা শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৪-২০২৩ রাত ১০:২৩
বাংলাদেশের সঙ্গে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবে  এসএসসি পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে। রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে দুইটি কেন্দ্রে মোট ১৫০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। জেদ্দা কেন্দ্রের পরীক্ষার্থীর অংশগ্রহণ করেন ৯৯ জন এবং রিয়াদ কেন্দ্রে ৫১ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ করেন। এতে মোট দুই কেন্দ্রে ৭২ জন ছাত্র ও ৬৯ জন ছাত্রী।
 
রবিবার ৩০শে এপ্রিল বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে সৌদি  স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে  দুইটি কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করেন। তবে কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় দেখা যায়।
 
বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রশ্নফাঁস সহ সকল অনিয়ম ঠেকাতে খুবই কড়াকড়ির মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার আগে হলে প্রবেশ করানো হয়েছে । দুইটি কেন্দ্রে নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার এবং সকল পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হয়। তাছাড়া কেন্দ্রেই মোবাইল বা কোন  ইলেকট্রনিক ডিভাইস যাতে সঙ্গে না থাকে তা নিশ্চিত করা হয়। জেদ্দায় কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন, জেদ্দার হজ্জ কাউন্সিলর জহির উদ্দিন এবং রিয়াদ কেন্দ্রের দায়িত্ব পালন করেন প্রথম সচিব (শ্রম) মহসিন আল ফারুক।
 
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরীক্ষা কেন্দ্রের পরিদর্শনে যান কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পরীক্ষার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
 
জেদ্দা কেন্দ্রে দুইজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ূন কবির। এছাড়া পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক ছিল,
সম্পূর্ণ নকলমুক্ত ও অত্যন্ত সুন্দর একটি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সঠিক সময়ে সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য কনসাল জেনারেল এর পক্ষ থেকে নানা কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
 
পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ভালো হয়েছে বলে জানান পরীক্ষায় অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রীরা।

এমএসএম / এমএসএম

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুয়াইস ট্রাভেলস এর দ্বিতীয় শাখা

কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কাতারে যাত্রা শুরু করলো, বাংলাদেশি প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

কাতারে কাশেম আলী'র মৃত্যুতে দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্রগ্রামবাসী

কাতারে "দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি" কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন