কেন্দুয়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৪
নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হবার খবর পাওয়া গেছে। সোমবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নে হারুলিয়া গ্রামে সংঘর্ষের ঘটনায় দুপক্ষের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
দুপক্ষের আহতরা হলেন- রুবেল (৩২), অলিদ জাহান (৩০) আনেছা বেগম (৭০), রনি (২৫), রফিক (২৪), শিপন (২৮), সুলেমান (৩৫), দিলু মিয়া (৩৮), উজ্জল (৩৫), মোজাম্মেল (২৩), সুমন (২২), জানু মিয়া (৩৮) বাবুল (৪২) ও জিরাতুল (৩২)। এদের মধ্যে গুরুতর আহত রুবেল, অলিদ জাহান, রনি, রফিক, শিপন ও উজ্জল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর জাহান পারভিন লিজা। বাকি আহতদের মধ্যে দুই-তিনজন স্থানীয়ভাবে ও বেশিরভাগ আহতরা কেন্দুয়া হাসপাতালে চিকিৎসাধীন।
একপক্ষের জানু মিয়া জানান, আব্দুস সাত্তারের পরিবারের কাছ থেকে ৩২ শতাংশ জমি ১৮ লক্ষ ৫৪ হাজার টাকায় ক্রয় করি। এ জমির মূল্য বাবদ সাত্তারের ছেলে রুমানকে তার মায়ের উপস্থিতিতে নগদ ১০ লক্ষ টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা ঈদের পরে দলিল করার সময় দেওয়ার কথা ছিল। কিন্তু দলিল করে দিতে তালবাহানা শুরু করে তারা। এ ঘটনায় তর্কবিতর্কের একপর্যায়ে তাদের আঘাতে আমাদের অনেক লোকজন আহত হয়। তাদের মধ্যে আমার মা আনেছা ও উজ্জল দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মমেক হাসপাতালে প্রেরণ করে ডাক্তার।
অপরপক্ষের ইনসু মিয়া জানান, গরু বাছুর খেত খাওয়া নিয়ে গত শনিবার আললাদ মাষ্টারের ভাতিজার সাথে আমার ভাতিজা ও নাতির সাথে (ছোট বাচ্চাদের) তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আললাদ মাষ্টারের ছেলে ও তার ভাতিজারা মিলে সম্পর্কে ভাতিজা লাগে ছানা ও তার স্ত্রীকে মারধর এবং ঘর ভাঙচুর করেছে। এতে ছানার বউয়ের মাথায় দুইটি কুপ লাগে ও ছানার হাত-পা গেছে। এরপর থেকে তারা মমেক হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় মাতব্বররা দেন দরবার করলে আমরাসহ দুপক্ষ আপোষের জন্য সম্মতি দিয়ে দিয়েছি। জানু মিয়ার বাড়ির সামনে দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। গত রবিবার রাতে ভাতিজা আলমগীর ওই বাড়ির সমানে আসার সময় বাঁধা প্রদান ও আপোষের বিষয় নিয়ে জানুর লোকজন বকাবাদ্য করে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ (সোমবার) তর্ক-বিতর্কের একপর্যায়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে দুপক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ আলী হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার
Link Copied