ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

ফারজানা বাতেন 

লিচুর জুস


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ৩:৪

উপকরণ
লিচু ১০ থেকে ১২টি, চিনি ১ টেবিল চামচ, বিট লবণ ১ চিমটি, গোলমরিচ গুঁড়া ১ চিমটি, লেবুর রস ১ চা চামচ, পানি ১ কাপ, বরফ কুচি কয়েকটি। 

প্রনালী 
প্রথমে লিচুর খোসা ও বিচি ছড়িয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে নিন। তারপর বরফ কুচি মিশিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। এই গরমে ঠাণ্ডা লিচুর শরবত।

Sunny / Sunny