ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

লিটনের বদলি হিসেবে যাকে নিলো কলকাতা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১২:৩

আইপিএলের মাঝপথে কলকাতা নাইট রাইডার্স ছেড়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস। জাতীয় দলের ব্যস্ততা থাকায় এমনিতেও পুরো মৌসুম দলের সঙ্গে থাকতে পারতেন না। কিন্তু পারিবারিক ইর্মাজেন্সি দেখিয়ে গত ২৮ এপ্রিল বেশ তড়িঘড়ি করেই দেশে ফেরেন তিনি। 

এদিকে, টাইগার ক্রিকেটারের বদলি ঘোষণা করে দিলো নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লসকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বৃহস্পতিবার (০৪ মে) এ কথা জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

আইপিএলের চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট থাকায় আইপিএলের শুরু থেকে যদিও খেলতে পারেননি। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর পাঁচ ম্যাচের মধ্যে একাদশে সুযোগ পেয়েছেন মোটে এক ম্যাচে। অভিষেক ম্যাচের অভিজ্ঞতাও সুখকর হয়নি টাইগার ব্যাটারের। ব্যাটিং ব্যর্থতার দিনে বাজে উইকেটকিপিংয়ে কেকেআর সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি। 

ওই ম্যাচের পরই লিটনের চলতি আইপিএল অধ্যায়ের ইতি টেনেছিলেন অনেকেই। অবশ্য খুব বেশি খেলার সুযোগও পেতেন না। আগামী মে মাসের ৫ তারিখ ইংল্যান্ডের চোমসফোর্ডে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। তার কয়েকদিন আগেই দেশে ফেরেন লিটন।

এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত মুখ চার্লস। মাস খানেক আগে ক্যারিবীয়দের হয়ে টি-টোয়েন্টিতে মাত্র ৩৯ বলে শতরান করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন তিনি। চার্লসকে দলে নেওয়ায় কেকেআরের ব্যাটিং লাইন-আপ আরও কিছুটা শক্তিশালী হচ্ছে বলে মনে করা হচ্ছে। 

লিটনের সমপরিমাণ অর্থাৎ ৫০ লাখ রুপিতে চার্লসকে দলে নিলো কলকাতা। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স লিটন দাসের জায়গায় জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করেছে। চার্লস একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এতে তিনি ৯৭১ রান করেছেন। চার্লস ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ আইসিসি বিশ্ব T20 বিজয়ী দলের অংশ ছিলেন। তিনি ২০১২ টিমেরও একটি অংশ ছিলেন। কেকেআর তাকে ৫০ লাখ টাকা দিয়ে দলে নিলো।’

আইপিএলে পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকলেও এখনও প্লে-অফে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে কেকেআরের। সেই কারণে দলে নতুন বিদেশিকে নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ