ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

পুলিশের তৎপরতায় প্রতারনার ফাঁদ থেকে রক্ষা পেল ভুক্তভোগীরা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:২৩

বর্তমান সমাজে বেকারত্ব থেকে রক্ষা পেতে মুল লক্ষ থাকে একটি কর্ম। তাই কর্মহীন বেকার যুবকেরা এই দুঃখ  ঘোচানোর অবলম্বন হিসাবে পেতে চায় একটি চাকুরী। তেমনিই একটি স্বপ্ন পুরনের আশায় প্রতারিত হয় গোল্ডেন সার্ভিস লিঃ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ব্যবহারকারী কিছু প্রতারক চক্রের হাতে। উল্লেখ্য
গোল্ডেন সার্ভিস লিঃ, জাকির হোসেন রোড। বাসা-২৫,মোহাম্মদপুর,ঢাকা-১২০৭ এই ঠিকানায় কোন অফিসের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি।
ঘটনার বিবরনে জানা যায় যে, ২০২১ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে গোল্ডেন সার্ভিস লিঃ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আউট সোর্সিং -এ বেশ কিছু সংখ্যক ওয়ার্ড বয় নিয়োগ দেওয়া হচ্ছে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে। এই সংবাদের ভিত্তিতে উপজেলা এবং জেলা হাসপাতালের ওয়ার্ড বয় নিয়োগ দেওয়া চলমান থাকে উক্ত গোল্ডেন সার্ভিস লিঃ এর মাধ্যমে। যা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান এর কর্মকালিন থাকা অবস্হায় বিভিন্ন এজেন্ট মাধ্যমে ২৫০ থেকে ৩০০ জনের মত ওয়ার্ড বয় হিসাবে কাজ করেছে বলে নির্ভারযোগ্য সুত্র থেকে পাওয়া যায়। এই সুবিদে বিশ্বাস স্হাপন করা সহজ  হয়। এরই ধারাবাহিকতায় মোঃ মিরাজুল ইসলামকে স্মারক নং চুয়া/হাস/০২৩/২১ নং এ কোম্পানি কর্তৃিক নিয়োগকৃত টিম লিডার এর সাথে যোগসাজশে ২ মাসের অধিক সময় ধরে কর্মে নিয়োজিত রাখার ভিতর দিয়ে মোঃ তারিখ আজিজ এবং আবদুল্লাহ আল মামুন কে ভূয়া নিয়োগপত্র দিয়ে বিশ্বাস স্হাপন করতে সমর্থ্য হয়। এভাবে প্রতারকচক্রের মুল হোতা শ্রী প্রসেনজীৎ সরকার ও তার সহকারী মোঃ ইকবাল হোসেন ও তাদের সৃষ্ট আর এক প্রতারক মিরাজুল হক সোহাগকে ভাইবা নিয়ে চাকুরীর নিয়োগপত্রের প্রক্রিয়া সৃষ্টি করে। এভাবে মৌখিক ভাইভা ও মেডিকেল করার নাম দিয়ে বাকি ৩ জনের কাছ থেকে সহজেই ২ লক্ষ টাকা চুক্তিতে টাকা গ্রহন করে। কিন্ত পূর্ণ বিশ্বাস তৈরী করায় চাকুরী নিশ্চিত হবে জেনে অপেক্ষার পালা শুরু হয়। প্রথম তিন জনের ভূয়া নিয়োগপত্র দিলেও বাকি তিনজনের নিয়োগপত্র দিতে গড়িমশি শুরু করে। ভুক্তভোগীরা বিষয়টি আছ করতে পেরে টাকা ফেরত চাইলে সবকিছু হাসপাতাল কতৃর্পক্ষকে দোষ চাপনোর চেষ্টা করে। যা মরার উপর খাড়ার ঘা। উপায়ান্তর না পেয়ে তাদের বিরুদ্ধে সি,এম,এম, ঢাকা, ১৮ নম্বর কোর্টে ২০২২ সালের জুন মাসে প্রতারনার বিরুদ্ধে রাকিক শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর সি, আর -৮২৬/২২ ঘটনার বিবরনে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নেন। এই চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন পদের পরিচয় ব্যবহার করে সেনাবাহিনী, এয়ারপোর্ট ও পুলিশ বিভাগে চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ফোন বন্ধ করে নতুন নতুন সিম ব্যবহার করে থাকে এই কারনে সাধারন ভূক্তভোগীরা তাদের খুজে পাইনা।কিন্ত এই মামলায়  তদন্ত ভার দেন পি,বি,আই, ধানমন্ডি, ঢাকা বরাবর।
  যা পরবর্তীতে  পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুজ্জামান আঁগারগাও, ঢাকা কে তদন্ত ভার অর্পন করেন।
উক্ত মামলাটি তদন্ত কালে তদন্তকারী কর্মকর্তা অত্যন্ত দক্ষতার পারিচয় দিয়ে প্রকৃত ঘটনা উৎঘাটন করতে সমর্থ্য হয়। মামলাটি তদন্তকালে প্রতারক চক্র নাম ঠিকানা না দিলেও  অফিসের তথ্য, কল রেকডিং এবং মোবাইলে ম্যাজেজে স্বীকার উক্তির তথ্য মোতাবেক  নিজের আন্তরিক প্রচেষ্টায় তাদের নিজ নিজ ব্যবহৃত মোবাইল নম্বর এর সুত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারক চক্রের ২ জনের নাম ঠিকানাসহ দোষী থাকার আলামত উৎঘাটনের মাধ্যমে প্রতিবেদন দিয়ে ভূক্তভোগীদের ভূগান্তি দুরকরনে উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলেন। মামলার বিবরনে ১ নং আসামীর নাম ও ঠিকানাঃ শ্রী প্রসেনজীৎ সরকার পিতাঃ আশুতোষ সরকার গ্রামঃ সাতবাড়িয়া,ত্রিমোনি,থানা-কেশবপুর,জেলা-যশোর।   ও তার সহকারী ৩ নং আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ ইকবাল হোসেন  পিতাঃ মোঃ আব্দুল কাদের সরকার, গ্রামঃ সাতবাড়িয়া, ত্রিমোনি, থানাঃ কেশবপুর জেলাঃ যশোর।  তদন্ত প্রতিবেদনের স্মরক নম্বর- পিবিআই/ঢাকা মেট্রো/(উত্তর) ২২৭১ তারিখ-১৬/৪/২০২৩ খ্রিঃ।
এই  মামলা তদন্ত বিষয়ে পুলিশ ব্যুরো অব  ইনভেস্টগেশন(পিবিআই) এর পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুজ্জামান কে জানতে চাইলে  তিনি বলেন পিবিআই সরকারের একটি আস্হাসিল সংস্হা। তাই যেকোন মামলার তদন্তে সঠিক তথ্য উৎঘাটন করা আমার নৈতিক দায়িত্ব। 

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ