ভারতকে টপকে তিনে বাংলাদেশ
ইংল্যান্ডের চেমসফোর্ডে চলছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটি আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভূক্ত। প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও ছিল বৃষ্টির বাধা। সেজন্য ম্যাচটি নেমে আসে ৪৫ ওভারে। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে জয় লাভ করেছে বাংলাদেশ।
টসে হেরে আগে ব্যাট করে ৪৫ ওভারে ৬ উইকেটে ৩১৯ রান সংগ্রহ করে আইরিশরা। দলটির পক্ষে ১১২ বলে ১৪০ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। তবে নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী সেঞ্চুরির কাছে ম্লান হয়ে গেছে টেক্টরের ইনিংস। ৯৩ বলে ১১৭ রানের নান্দনিক এক ইনিংস খেলেছের শান্ত। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা, স্ট্রাইকরেট ১২৫.৮১। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তাওহীদ হৃদয়। ৫৮ বলে ৬৮ রান করেছেন এই তরুণ। শেষ দিকে মুশফিকুর রহীমের দৃঢ়তায় ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
এই জয়ের ফলে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সুপার লিগের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল চারে। ২২ ম্যাচে সংগ্রহ ছিল ১৩৫ পয়েন্ট। ২১ ম্যাচে ভারতের সংগ্রহ ১৩৯ পয়েন্ট। তবে আইরিশদের হারিয়ে আরো ১০ পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৪৫-এ। ফলে ভারতের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনে উঠে এসেছে বাংলাদেশ।
আগেই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করা বাংলাদেশের ওপরে আছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুইয়ে থাকা ইংলিশদের পয়েন্ট ১৫৫ এবং শীর্ষে থাকা কিউইদের সংগ্রহ ১৭৫ পয়েন্ট। আর ১৩০ পয়েন্ট নিয়ে পাঁচে বাবর আজমের পাকিস্তান।
এমএসএম / এমএসএম
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার