৯৯৯ এ কল: বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করাল পুলিশ

নোয়াখালীর সেনবাগে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে আম্বিয়া আক্তার (৭০) নামে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে পুলিশ। তুচ্ছ ঘটনায় ওই বৃদ্ধাকে পিটিয়ে আহত এবং তার বসতঘর ভাঙচুর করা হয়।
শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের চাঁন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বিয়া আক্তার তার বসতঘরের পাশে লাগানো একটি কাঁঠাল গাছ থেকে শুক্রবার সকালে একটি কাঁঠাল পাড়েন। এ সময় একই বাড়ির মুকবুল আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা কাঁঠাল গাছটি তাদের দাবি করে বৃদ্ধাকে মারধর করে তার বসতঘর ভাঙচুর ও আসবাবপত্র ভাংচুর করে। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে বাধা দেন হামলাকারীরা। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মকবুল আহম্মদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, ৯৯৯ নম্বর থেকে থানায় জানানোর পর সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

সহিংসতা ও হত্যার ঘটনায় হয়েছে তিন মামলা

ঘোড়াঘাটে পুলিশ-ও র্যাবের জালে আটক আসামি সাগর দাস

আনন্দ-উৎসবের সাথে দুর্গোৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানববন্ধন

কুতুবদিয়ায় কঠোর নিরাপত্তার মধ্যে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

রায়গঞ্জে ‘গ্রীণ ফেয়ারের’ উদ্যোগে গাছের চারা রোপণ

বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, মামলা আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষ

মানবতার সেতুবন্ধন: বাঘার কৃতি সন্তান রথীন্দ্রনাথের উদ্যোগে সম্প্রীতির উৎসব

অভয়নগরে পানের বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

অভয়নগরে একই সময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা- আহত ৩

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

অসুরের মুখে ছাই দিয়ে শুভশক্তির জয়লাভহবেঃ নাসিমুল গনি
