প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভা থেকে প্রকাশ্য হত্যার হুমকিদাতা, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁন কে গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীর জেলা শহর ও বিভিন্ন উপজেলাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্র এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সদর- সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চাইনা তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অপর দিকে একই দিন বিকালে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকার কবিরহাটে মেয়র রায়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কবিরহাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বেরিয়ে কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক, দলিলুর রহমান দুলাল, মহিউদ্দিন টিটু প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল খাঁন, উপজেলা ছাত্রলীগ আব্দুল জলিল, সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াস সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময়, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র জহিরুল হক রায়হান বলেন, স্বাধীনতা ও দেশদ্রোহী ষড়যন্ত্রের প্রশ্নে কারো সাথে আপোষ নয়, ১৯৭৫ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে যারা তারা শেখ হাসিনার বদলতে স্বাধীনভাবে সভা সমাবেশ করছে। আজ তারাই আবার শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের লক্ষে ও শেখ হাসিনার জীবন রক্ষার্থে আমরা কবিরহাট উপজেলা বাসি সর্বাত্মক প্রস্তুত।
এমএসএম / এমএসএম
ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থীঃ মহম্মদপুরে সেলিমা রহমান
সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ
শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ
ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন
‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান
রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা
মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে
দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা
পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা