প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভা থেকে প্রকাশ্য হত্যার হুমকিদাতা, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁন কে গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীর জেলা শহর ও বিভিন্ন উপজেলাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্র এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সদর- সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চাইনা তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অপর দিকে একই দিন বিকালে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকার কবিরহাটে মেয়র রায়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কবিরহাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বেরিয়ে কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক, দলিলুর রহমান দুলাল, মহিউদ্দিন টিটু প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল খাঁন, উপজেলা ছাত্রলীগ আব্দুল জলিল, সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াস সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময়, উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র জহিরুল হক রায়হান বলেন, স্বাধীনতা ও দেশদ্রোহী ষড়যন্ত্রের প্রশ্নে কারো সাথে আপোষ নয়, ১৯৭৫ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে যারা তারা শেখ হাসিনার বদলতে স্বাধীনভাবে সভা সমাবেশ করছে। আজ তারাই আবার শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের লক্ষে ও শেখ হাসিনার জীবন রক্ষার্থে আমরা কবিরহাট উপজেলা বাসি সর্বাত্মক প্রস্তুত।
এমএসএম / এমএসএম
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন