মদনে ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
অফিসের রেকর্ড পত্র দেখতে না দেওয়ায় ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বুধবার (৩১ মে) থানায় মামলা দায়ের করেন। মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
এরআগে গত মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোনা মদন উপজেলায় ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে মরধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাক একই ইউপির উপ-সহকারি ভূমি কর্মকর্তা। আর অভিযুক্ত ব্যক্তি হলেন একই ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. রেনু তালুকদার।
জানা যায়, রেনু তালুকদার জমির দাগ নম্বর দেখতে ইউপি ভুমি অফিসে যান। তিনি নিজ হাতে ভুমি অফিসের সরকারি খাতাপত্র দেখতে চাইলে ভূমি কর্মকর্তা তাতে বাঁধা প্রদান করেন। এই নিয়ে দুজনের মাঝে বাদুনবাদের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ফতেপুর ইউনিয়ন আ.লীগের সভাপাতি মো. রেনু তালুকদার জানান, গত বিশ বছর যাবত একটানা ইউপি আ.লীগের সভাপতি। এ পর্যন্ত আমার বিরুদ্ধে কোন খারাপ রেকর্ড নেই। ভালমন্দ জিজ্ঞেস করার পরে দুইটা দাগের বিষয়ে জানতে নায়েব সাহেবকে বলি। তিনি ব্যস্ত এখন দেখাতে পারবেন না বলেন। পিয়নকে দিয়ে জানাতে বললে নায়েব বলে সেও পারবে না। পরে নিজে দেখে নেওয়ার জন্য ভলিয়মের বইটা চাই। নায়েব বলে পাবলিককে দেখানোর কোন আইন নেই। অনেক বলার পরেও রাজি না হওয়াতে নায়েবের সাথে রাগের সহিত কথা বলার সময় তিনি (নায়েব) আমাকে ধরে ফেলে। আমি ধরার আগেই নায়েব সাহেবের হাঁপানি রোগ থাকায় মেঝেতে পড়ে যাওয়ার পর চলে আসি।
ভুক্তভোগী মো. আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি এ ব্যাপারে ঊধ্বর্তনকে সব কিছু বলেছেন জানান। এর বাইরে আর কোন কথা বলেননি তিনি।
মদনের সহকারি কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমান বলেন, সরকারি বিভিন্ন রেকর্ড পত্র নিজে দেখবে তার (আ.লীগ নেতা) হাতে দিতে বলেছিল। নায়েব দিতে অস্বীকৃত জানালে চড়-থাপ্পর মেরেছে। ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে