ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

অপহৃত কন্যা শিশু উদ্ধার ও আসামীদের গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ৪:৪০

সাভারের রাজফুলবাড়িয়া থেকে কন্যা শিশু অপহরনের ২৪ ঘন্টার ভিতর ডিবি ঢাকা উত্তর ও সাভার মডেল থানার যৌথ অভিযানে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতার করে। বৃহস্পতিবার( ১ লা জুন) ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (পিপিএম) -বার ঢাকা পুলিশ সুপারের নিজ কার্যালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার বিবরনে জানা যায় জনৈক মোঃ দুলাল মিয়া (২৬), পিতা-মোঃ মুজাফ্ফর মিয়া, সাং-কৃষ্টপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, এ/পি সাং-রাজফুলবাড়ীয়া, রাজাঘাট, জনৈক করিম হাজীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা তার স্ত্রী রুজিনা আক্তার ও শিশু মোসাঃ তাবাচ্ছুম আক্তার (০২) সহ গত ০৩ বছর যাবত তার বর্তমান ঠিকানার ভাড়া বাসায় বসবাস করিয়া আসছে। উক্ত ভাড়া বাসায় বসবাস করার সুবাদে বিবাদী ১। বৃষ্টি (২৮) ও তার স্বামী-চান মিয়া (৩২) এর সাথে পরিচয় হয়। উক্ত পরিচিতির সুযোগ নিয়ে বিবাদীদ্বয় বাদী মোঃ দুলাল মিয়া (২৬) এর বাসায়  প্রায়ই যাতায়াত করত। যার ধারাবাহিকতায় গত ৩০/০৫/২০২৩ খ্রি. তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার দিকে আসে এবং খেলাধুলার কথা বলে বাদীর কন্যা সন্তান মোসাঃ তাবাচ্ছুম আক্তারকে নিয়ে যায়। কিন্তু দীর্ঘকাল অতিবাহিত হলেও বিবাদীগণ বাদীর কন্যা সন্তানসহ ফেরত না আসলে বাদীর স্ত্রী বাদীকে উক্ত ঘটনা জানায়। এতে বাদী সাভার মডেল থানাধীন বিভিন্ন এলাকায় খোজাখুজি করতে থাকে। খোজাখুজি করা অবস্থায় ৩০/০৫/২৩ খ্রি. তারিখ ২০.৩০ ঘটিকার সময় বাদীর মোবাইলে উল্লিখিত বিবাদীদের মোবাইল থেকে একটি ফোন আসে, যেখানে  বিবাদীরা বলে যে, বাদীর কন্যাকে ফেরত পেতে হলে হেমায়েতপুর যেতে হবে। তাৎক্ষনাৎ বাদী তার আত্মীয় স্বজন সহ হেমায়েতপুর গিয়ে উক্ত নাম্বারে ফোন দিলে বিবাদীরা টালবাহানা করতে থাকে এবং পরবর্তীতে রাত অনুমান ২৩.০০ ঘটিকার দিকে উক্ত বিবাদীরা বাদীর সন্তানকে ফেরত পেতে হলে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দিতে হবে বলে দাবী করে। বাদী কোন উপায়ান্তর না পেয়ে বিবাদীদের নম্বরে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করে কিন্তু বিবাদীরা এতে ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে যে, ৩১/০৫/২৩ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকার মধ্যে দাবীকৃত টাকা না দিলে বাদীর সন্তানকে প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি ধামকি প্রদান করে ও তাদের (বিবাদীদের) ফোন বন্ধ করে ফেলে। বাদী উক্ত ঘটনাটি সাভার মডেল থানা পুলিশকে জানালে  ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয় দ্রুত উক্ত অপহৃত শিশুকে উদ্ধার ও  আসামীদের গ্রেফতারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ জনাব আব্দুল্লাহিল কাফী ও অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়কে নির্দেশ প্রদান করেন। তাদের সরাসরি তত্ত্বাবধানে ডিবি (উত্তর), ঢাকা ও সাভার মডেল থানার সমন্বয়ে একটি চৌকষ ও আভিযানিক টিম ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। বৃষ্টি (২৮), স্বামী-চাঁন মিয়া, সাং-নবাবগঞ্জ বাজার, থানা-লালবাগ, ডিএমপি, ঢাকা এবং আসামী ২। চাঁন মিয়া (৩০), পিতা-মৃত আঃ মান্নান, সাং-তাঞ্চনপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, উভয়ের বর্তমান ঠিকানা-রাজফুলবাড়ীয়া, রাজাঘাট, জনৈক করিম হাজীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে অপহৃত শিশু তাবাচ্ছুম আক্তার (০২) কে উদ্ধার করে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা অপহরনের ঘটনাটি স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে সাভার মডেল থানার মামলা নং-০৩,০১/০৬/২০২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৭/৮/৩০ ধারা রুজু করা হয়।

উক্ত ঘটনায় আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ