যশোরে দিনব্যাপী বিশ্বদুগ্ধ দিবস -২০২৩ উদযাপন
টেকসই দুগ্ধ শিল্পঃসুস্থ মানুষ ,সবুজ পৃথিবী' এই শ্লোগান সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তর যশোরের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)'র সহোযোগিতায় দিনব্যাপী দুই পর্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বদুগ্ধ দিবস -২০২৩ উদযাপিত হয়েছে। প্রথম পর্বে বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্বদুগ্ধ দিবসের শুভ উদ্বোধন করেন, মোঃ তমিজুল ইসলাম খান, জেলা প্রশাসক যশোর।
১ লা জুন (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ মিনিটে জেলা প্রশাসক যশোরের কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালি যাত্রা শুরু করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল হক এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক যশোর মোঃ তমিজুল ইসলাম খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা মোঃ শহীদুল ইসলাম মিলন,সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখা, মোঃ হায়দার গণী খান পলাশ;মেয়র যশোর পৌরসভা; এডভোকেট মোঃ মোশাররফ হোসেন; সাধারণ সম্পাদক যশোর জেলা কৃষকলীগ, প্রেসক্লাব যশোরের সভাপতি মোঃজাহিদ হাসান টুকুন প্রমূখ।
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ রাশেদুল হক জানান, দুধ ও দুধজাত পণ্য অন্যতম পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও নিয়মিত দুধ পানে জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন -২০২৩ আয়োজনের লক্ষ্য হচ্ছে, দুধ ও দুধ জাত পণ্যকে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস হিসেবে সকল মহলে জনপ্রিয় করা,উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান উদ্যোক্ত তৈরী ভোক্তা সৃষ্টি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে দুধের পুষ্টিগুণ তুলে ধরা এবং ডেইরি শিল্পায়নকে ত্বরান্বিত সহ সমৃদ্ধশালী করণ।প্রতি বছর ১ লা জুন বিশ্ব দুগ্ধদিবস উদযাপনের মাধ্যমে দুগ্ধ শিল্পকে গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী যে প্রতিপাদ্য বিষয় প্রচার করা হয় তার সাথে সংহতি প্রকাশ করা এ দিবস উদযাপনের অন্যতম উদ্দেশ্য। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, "টেকসই দুগ্ধ শিল্পঃ সুস্হ মানুষ, সবুজ পৃথিবী "।বাংলাদেশে বর্তমানে দুধের চাহিদা ১৫৪.৯৪ লক্ষ মেট্রিকটন এবং উৎপাদন ১৩০.৭৪ লক্ষ মেট্রিকটন। জনপ্রতি চাহিদা ২৫০ মিলি এবং উৎপাদন ২০৮.৬১ মিলি।যশোর জেলায় দুধের চাহিদা ২.৫২ লক্ষ মেট্রিকটন এবং উৎপাদন ২.১৮ লক্ষ মেট্রিকটন। আগামী দিনগুলিতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দুধের চাহিদা পূরণই মূল লক্ষ্য। দ্বিতীয় পর্বে যশোর সরকারি শিশু সদন (বালিকা) শিশুদের মাঝে দুধ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা
ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ
Link Copied