সিডনি টেস্ট দিয়ে জানুয়ারিতে অবসর নিতে চান ওয়ার্নার
ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আছেন ডেভিড ওয়ার্নার। ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাসেজের দলেও আছেন তিনি। লাল বলের ক্রিকেটে রান খরায় থাকা ওয়ার্নার ওই দুই সিরিজ রান পেলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে চান। জানুয়ারিতে সিডনি টেস্ট খেলে লাল বলকে বিদায় বলতে চান তিনি।
সর্বশেষ ১৭ টেস্টে মাত্র এক সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার শনিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি সবসময় বলে এসেছি, বিশ্বকাপে শেষ ম্যাচ খেলবো। এটার জন্য আমি পরিবারের কাছে ঋণী...। যদি আমি এখানে (ইংল্যান্ডে) রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় শুরু করতে পারি, আমি অবশ্যই বলতে পারি যে, আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (টেস্টে) খেলবো না। আমি যদি এখানে ভালো করি এবং পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে অবশ্যই (টেস্ট) ক্যারিয়ার শেষ ঘোষণা করবো।’
‘এটাই আমার শেষ ম্যাচ।’ এভাবেই ক্যারিয়ারের শুরু থেকে খেলে এসেছেন বলেও উল্লেখ করেন বাঁ-হাতি ব্যাটার। ১০৩ টেস্ট খেলা ওয়ার্নার ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন। ক্যারিয়ারের শুরুতে যেভাবে পরিশ্রম করেছেন, দলকে যেভাবে উজ্জ্বীবিত করেছেন সেভাবেই টেস্টের ফাইনালে করে যাওয়ার কথা বলেছেন তিনি।
টেস্ট থেকে বিদায় বললেও ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ খেলতে চান বলেও জানিয়েছেন ৩৬ বছর বয়সী ওয়ার্নার। প্রথম শ্রেণির ক্রিকেট শুরুর আগে আন্তর্জাতিক টি-২০ খেলা এই ওপেনার বলেছেন, ‘আমি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে চাই। এটাই আমার মাথায় আছে। ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অনেকগুলো ম্যাচ আছে। জুনের আসরের জন্য রানে থাকতে হলে আমাকে টি-২০ লিগ খেলতে হবে।’
এমএসএম / এমএসএম
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের