শিক্ষকের নির্দেশে বেঞ্চের উপর আরেক বেঞ্চ তোলার সময় আহত ৩য় শ্রেণির ছাত্রী হাসপাতালে
শিক্ষকের নির্দেশনায় এক বেঞ্চ আরেক বেঞ্চের উপর তোলার সময় নেত্রকোনা বারহাট্টায় যশমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহিরা তাবাচ্ছুম নিরুম নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বেঞ্চ থেকে পড়ে যান। এসময় তার উপরেও পড়ে যায় আরেকটি বেঞ্চ। এতে ওই শিক্ষার্থী মাথায় ও ঘাড়ে আঘাত পেয়ে ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর শুরু হয় বমি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোনো হয়। সেখানেও বমি হলে পরেরদিন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
এমন ঘটনার বর্ণনা দিয়ে ওই শিক্ষার্থীর বাবা রাশেদুল হাসান ইবন ক্ষোভ প্রকাশ করে বলেন, গত রবিবার (৪ জুন) বেলা ১১টার দিকে মাথায় আঘাতপ্রাপ্ত আমার মা হারা মেয়েটা মারা যেতে পারতো। সারারাত বারহাট্টা হাসপাতালে থাকার পরেরদিন সোমবার (৫ জুন) সকালের দিকে মমেক হাসপাতালে ভর্তি শেষে মেয়ের সিটিস্কেন করানো হয়েছে। এখনো জানি কি ধরণের রিপোর্ট আসবে। বাড়িতে বমি শুরু হলে শিক্ষকদের অবগত করা হলেও তারাও তেমন একটা গুরুত্ব দেয়নি। রাতে বারহাট্টা হাসপাতালে আনার পরে কয়েকজন সংবাদিক শিক্ষক ও তাদের কর্মকর্তাদের ফোন দেয়। পরে শিক্ষক ও কর্মকর্তারা খোঁজ নিতে আসেন। এরআগে ঘটনার সাথে সাথে স্কুলের কোন শিক্ষকও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেনি বরং অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দেওয়ার অভিযোগ রাশেদুল হাসানের।
যশমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বাচ্চাটার ইনজুরি মনে হয়নি। যেমনটা বাচ্চারা পড়ে গিয়ে ব্যথা পায় এই রকম স্বাভাবিক মনে হয়েছে। শেষ ক্লাশের এক ক্লাশ আগে ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পরে বিকেল সাড়ে ৩টার দিকে বমি করেছে। এই মুহুর্তে মমেক হাসপাতালে আছি। পরে কথা বলবেন বলে জানান তিনি।
বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রায়হান জানান, স্কুল পরিস্কার-পরিচ্ছন্নতা সুনাগরিক হিসবে গড়ে তোলার একটা অংশ। শিক্ষার্থীও বুঝতে পারে নাই বেঞ্চ থেকে পড়ে যাবে। তবে শিক্ষক নিজে সামনে থেকে কাজটা করালে ভাল করতেন। এটা এক ধরণের অভিজ্ঞতা। শিক্ষককে ডেকে সকর্তীকরণ করার কথা জানান তিনি।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে