দলিল লেখকের কৌশলে মাকে ঠকিয়ে জমি লিখে নিলো ছেলে
লালমনিরহাটের আদিতমারীতে সিন্ডিকেট করে বৃদ্ধা নারীর ২ শতক জমি রেজিস্ট্রির কথা বলে ২৭ শতক জমি দলীল লেখকের যোগসাজসে কৌশলে রেজিস্ট্রি করার অভিযোগ তুলে গতকাল দলীল লেখকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তিনি। দলীল লেখক সমিতি মোজাম্মেল হককে চার কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ।
ভুক্তভোগীর আবেদন ও আদিতমারী সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী এলাকার মৃত আব্দুল হাকিমের স্ত্রী আনোয়ারা বেগম গত ৬ জুন আদিতমারী সাব রেজিস্ট্রি অফিসে মসজিদ মাদরাসার জমি দানের জন্য আসেন। এর আগে থেকে তার ছেলে এমদাদুল দুই শতক জমি লিখে দেয়ার জেদ করতে থাকলে একই দিন দুই শতক জমি লিখে দিতে রাজি হন। এমতাবস্থায় এমদাদুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৌশলে দুই শতক জমির স্থলে ২৭ শতক জমি লিখে নেন। এতে দলীল লেখক মোজাম্মেল হক যোগসাজশ করে তার অন্য ছেলে ও লোকজনদের সেখান সরিয়ে দিয়ে ২৭ শতক জমিতে দলীল সম্পাদন করেন। ভুক্তভোগী বয়স্ক বৃদ্ধা হওয়ায় ও কানে কম শোনায় কৌশলে সন্ধার পর সাব রেজিস্ট্রি অফিসে দলীল সম্পাদন করা হয়।
পরেরদিন বিষয়টি বুঝতে পেরে সাব রেজিস্টারের অফিসে যোগাযোগ করে প্রতিকার চান। এক পর্যায়ে প্রতারণার অভিযোগে দলীল লেখক সমিতির কাছে লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দলীল লেখক মোজাম্মেল হক কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদিতমারী দলীল লেখক সমিতি। আগামী ৪ কর্মদিবসের মধ্যে তাকে এ বিষয়ে উপযুক্ত প্রমাণ সহ লিখিত উত্তর দিতেও বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে দলীল লেখক মোজাম্মেল হকের বিরুদ্ধে এর আগেও জ্বাল দলীল করার অভিযোগ আছে। প্রায়ই তিনি এমন কাজ করেন। এর আগে মার্চ মাসের ১৪ তারিখ দানপত্র দলীলে অন্য দলীল লেখকের নাম দিয়ে রেজিস্ট্রি করেন তিনি। দলীল লেখক শ্যামল চন্দ্র বিষয়টি জানতে পেরে গত ১৯ মার্চ দলীল লেখক সমিতি বরাবর লিখিত অভিযোগ দিয়ে সাংগঠনিক প্রতিকার চান। পরে ভূল স্বীকার করে ক্ষমা চাওয়ায় বিষয়টি রেজিস্ট্রি অফিসে বসে মিমাংসা করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, মোটা অংকের টাকার বিনিময়ে মোজাম্মেল হক তার ছেলের সাথে মিলিত হয়ে ঠকিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী নারী আনোয়ারা বেগম বলেন, অনেক আগে থেকেই এমদাদুল ঋণ করার জন্য দুই শতক জমি লিখে চায়। ওইদিন মসজিদ-মাদরাসার জন্য জমি লিখে দিতে আমরা রেজিস্ট্রি অফিসে গেছিলাম। সন্ধার দিকে আমার ছেলেকে দুই শতক জমি লিখে দেই। আমি বারবার বলেছি দুই শতকের বেশি দেবোনা। কিন্তু দলীল লেখক যোগসাজশ করে আমাকে কৌশলে প্রতারণা করে ২৭ শতক জমি দলীল করেছে। জানতে পেরে আমি সাব রেজিস্ট্রি স্যারকে জানিয়েছি, লিখিত আবেদনও দিয়েছি।
বয়স হইছে তাই কানে কম শুনি, বুঝিও কম। দলীল লেখক আমাকে শিখিয়ে দিছিলো স্যার (সাব রেজিস্ট্রার) যেটাই বলবে তাতেই হ্যা বলবেন।
আমি সঠিক বিচার চাই, আমার জমি আমাকে ফেরত দেওয়া হোক।
বিষয়টি নিয়ে ভুক্তভোগীর সতীন হাছনা খাতুন বলেন, আমরা ওইদিন সবাই মিলে মসজিদের জমি দান করতে গেছিলাম। পরে মেয়ের বাড়িতে ভাত খেয়ে সন্ধায় আসলে আমাদেরকে সরিয়ে রেখে দলীল লেখক প্রতারণা করে দুই শতকের জায়গায় ২৭ শতক জমি দলীল করেছে।
ভুক্তভোগী ছেলে আনোয়ার হোসেন বলেন, আমিও সেদিন গেছিলাম মসজিদের জমি দান করতে। দান করার পর চলে আসছি। সন্ধায় আমার মাকে ঠকিয়ে দলীল লেখক মোজাম্মেল মোটা অংকের টাকা খেয়ে ২ শতকের জায়গায় ২৭ শতকের রেজিস্ট্রি করেছেন। আমরা আরও ৮ ভাই ওয়ারিশ আছি।
এসময় সাথে থাকা অটো চালক হযরত আলী বলেন, বৃদ্ধা মহিলা বারবার বলছিলো ২ শতকের বেশি দেবোনা তখন আমিও বারবার বলেছি দুই শতকের বেশি দলীল করিয়েন মা। কিন্তু আমাকে ওখানে থেকে চলে যেতে বলে তারা দলীল করেন।
আদিতমারী দলীল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বৃদ্ধা মহিলার প্রতারণার একটি আবেদন পেয়েছি। সেই প্রেক্ষিতে দলীল লেখক মোজাম্মেল হককে চার কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্ত ছেলে এমদাদুল কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তার বাড়িতে গেলেও তার দেখা পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত দলীল লেখক মোজাম্মেল হক বলেন, ২ শতক নয় ২৭ শতক জমি তিনি রেজিস্ট্রি করেছেন। এখন তিনি পাগলাপাগলি করছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। কারণ দর্শানোর নোটিশ কেন দেওয়া হলো এ বিষয়ে তিনি জানেন না বলে প্রতিবেদককে জানান।
আদিতমারী উপজেলা সাব রেজিস্ট্রার রাশেদুজ্জামান বলেন, বৃদ্ধা মহিলা আমার কাছে এসেছিলো অভিযোগ নিয়ে। আমি শুনেছি। যেহেতু বিষয়টি পারিবারিক তাই পারিবারিক ভাবেই সমাধান করতে বলা হয়েছে। চাইলে তারা আদালতে মামলা করতে পারে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু
নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের
বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে কর্মস্থলে দুর্ঘটনা: নিহত এক নারী শ্রমিক
রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলা: কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা
সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা
বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা
বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত
ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা
Link Copied