বিয়ের পিঁড়িতে বসলেন হকি খেলোয়াড় হিমেল
সাতপাকে বাঁধা পড়লেন হকি জাতীয় দলের গোলরক্ষক ইয়াসিন আরাফাত হিমেল। বাবা-মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছেন তিনি। কনের নাম সাদিয়া সামাদ ইতি। সম্প্রতি পারিবারিকভাবে কাবিন হয়েছে। ঈদের পর পরই বড় আয়োজনে অনুষ্ঠান করা হবে জানান হিমেল।
নিজের বিয়ে নিয়ে ইয়াসিন আরাফাত হিমেল বলেন, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেছি। ছোট বেলা থেকে আমি বাবা ভক্ত ছেলে। আমি যে মেয়েকে বিয়ে করেছি তার ও বাবা নেই। বাবা মায়ের পছন্দ হলে দেখার পর প্রেমে পড়ে যায় তার। তার চলা ফেরা কথা বলা আমার খুব পছন্দ। পারিবারিক ভাবে ছোট করে কাবিন করেছি। কোরবানি ঈদের পরেই লীগ লীগের মধ্যই অনুষ্ঠান করবো যাতে সকল হকি খেলোয়ার অংশগ্রহণ করতে পারে। আমাদের বিবাহিত জীবনের জন্য সবাই দোয়া করবেন। আমরা যাতে সারাজীবন একসাথে থাকতে পারি।হিমেলের স্ত্রী সাদিয়া সামাদ ইতি নিজের অনুভূতি প্রকাশ করে জানান, আমার স্বামীর আনেক ভালো মনের মানুষ। যদিও আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে তাও আমাদের মধ্যকার বোঝাপড়া আনেক ভালো। উনি যত ভালো একজন প্লেয়া ঠিক ততটাই ভালো মনের মানুষ। উনার মতন একজন মানুষ সব মেয়েরই স্বপ্ন। আমি অনেক ভাগ্যবতী।
তিনি আরো বলেন, আলহামদুলিল্লাহ আমি আমাদের দাম্পত্য জীবন নিয়ে অনেক খুশি। উনি অনেক ব্যস্ততার মাঝেও আমায় সময় দিতে চেষ্টা করেন। আমার সাথে বন্ধুর মত আচরণ করেন। এত নামডাক থাকা স্বত্তেও উনার মধ্যে কোন অহংকার নেই, সবার সাথেই খুব ভালো ব্যবহার করেন। সবমিলিয়ে উনি অনেক ভালো মনের মানুর। আমি বলতে পারি আমার স্বামী আমার অনেক ভালো বন্ধু।
প্রসঙ্গত, হকিতে এক যুগ পার করে ফেলেছেন এই তরুণ ও উদীয়মান গোলরক্ষক । সেই ছোট্ট বয়সে হকিতে হাতেখড়ি তার। হকি কোচ নুরুজ্জামান রিপেল এবং স্কুল শিক্ষক এম এ আব্দুল্লাহ স্যারের হাত ধরে হকিতে আসা। এরপর সেখান থেকে ২০১০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন। বিকেএসপির পাঠ চুকিয়ে হাত গুটিয়ে বসে থাকেননি মেধাবী এবং পরিশ্রমী খেলোয়াড় হিমেল। ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এখন সেখানেই নিয়মিত অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তিনি।বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী হকি দলের হয়ে খেলছেন তিনি।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
Link Copied