বিয়ের পিঁড়িতে বসলেন হকি খেলোয়াড় হিমেল
সাতপাকে বাঁধা পড়লেন হকি জাতীয় দলের গোলরক্ষক ইয়াসিন আরাফাত হিমেল। বাবা-মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছেন তিনি। কনের নাম সাদিয়া সামাদ ইতি। সম্প্রতি পারিবারিকভাবে কাবিন হয়েছে। ঈদের পর পরই বড় আয়োজনে অনুষ্ঠান করা হবে জানান হিমেল।
নিজের বিয়ে নিয়ে ইয়াসিন আরাফাত হিমেল বলেন, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেছি। ছোট বেলা থেকে আমি বাবা ভক্ত ছেলে। আমি যে মেয়েকে বিয়ে করেছি তার ও বাবা নেই। বাবা মায়ের পছন্দ হলে দেখার পর প্রেমে পড়ে যায় তার। তার চলা ফেরা কথা বলা আমার খুব পছন্দ। পারিবারিক ভাবে ছোট করে কাবিন করেছি। কোরবানি ঈদের পরেই লীগ লীগের মধ্যই অনুষ্ঠান করবো যাতে সকল হকি খেলোয়ার অংশগ্রহণ করতে পারে। আমাদের বিবাহিত জীবনের জন্য সবাই দোয়া করবেন। আমরা যাতে সারাজীবন একসাথে থাকতে পারি।হিমেলের স্ত্রী সাদিয়া সামাদ ইতি নিজের অনুভূতি প্রকাশ করে জানান, আমার স্বামীর আনেক ভালো মনের মানুষ। যদিও আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে তাও আমাদের মধ্যকার বোঝাপড়া আনেক ভালো। উনি যত ভালো একজন প্লেয়া ঠিক ততটাই ভালো মনের মানুষ। উনার মতন একজন মানুষ সব মেয়েরই স্বপ্ন। আমি অনেক ভাগ্যবতী।
তিনি আরো বলেন, আলহামদুলিল্লাহ আমি আমাদের দাম্পত্য জীবন নিয়ে অনেক খুশি। উনি অনেক ব্যস্ততার মাঝেও আমায় সময় দিতে চেষ্টা করেন। আমার সাথে বন্ধুর মত আচরণ করেন। এত নামডাক থাকা স্বত্তেও উনার মধ্যে কোন অহংকার নেই, সবার সাথেই খুব ভালো ব্যবহার করেন। সবমিলিয়ে উনি অনেক ভালো মনের মানুর। আমি বলতে পারি আমার স্বামী আমার অনেক ভালো বন্ধু।
প্রসঙ্গত, হকিতে এক যুগ পার করে ফেলেছেন এই তরুণ ও উদীয়মান গোলরক্ষক । সেই ছোট্ট বয়সে হকিতে হাতেখড়ি তার। হকি কোচ নুরুজ্জামান রিপেল এবং স্কুল শিক্ষক এম এ আব্দুল্লাহ স্যারের হাত ধরে হকিতে আসা। এরপর সেখান থেকে ২০১০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন। বিকেএসপির পাঠ চুকিয়ে হাত গুটিয়ে বসে থাকেননি মেধাবী এবং পরিশ্রমী খেলোয়াড় হিমেল। ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এখন সেখানেই নিয়মিত অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তিনি।বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী হকি দলের হয়ে খেলছেন তিনি।
এমএসএম / এমএসএম
হেলিকপ্টার থেকে মিরপুরে বিপিএলের ট্রফি নামাবেন আকবর-সালমা
রাজশাহীতে দ্বিতীয় নাকি চট্টগ্রামে বিপিএলের প্রথম শিরোপা
বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের আহ্বান সাবেক অধিনায়কের
বিশ্বকাপ ইস্যুতে আজ লিটনদের সঙ্গে বসবেন আসিফ নজরুল
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বড় জয় বার্সেলোনার
বিশ্বকাপ ইস্যুতে বিসিবি এখন কী করবে?
আইসিসির কাছ থেকে অলৌকিক কিছুর আশায় বিসিবি
বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি
দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়া ওপেনারের
ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার
ওকসের শেষ বলে ছক্কায় রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে সিলেট
সিলেটে সব বিশ্বমানের খেলোয়াড় দাবি ইংলিশ ক্রিকেটারের
মাঠ ত্যাগে যে শাস্তি হতে পারে সেনেগালের
Link Copied