ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গরুচোর চক্রের ০৮ সদস্য গ্রেফতার ও ০৩ টি চোরাই গরু এবং ১টি ট্রাক উদ্ধার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ৩:৯

ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশ চোর চক্রের ৮ জনকে গ্রেফতার এবং ৩ টি চোরাই গরু ও একটি ট্রাক উদ্ধার করেছে বলে জানাই।বুধবার (২১ শে জুন) ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান  (পিপিএম)  তার নিজ কার্যালয়ে দুপুর সাড়ে বারটায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আসন্ন ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে একাধিক গরু চোরচক্র সক্রিয়ভাবে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা হইতে গরু চুরি করে আসছে বলে গোপন সুত্রে জানতে পারে ডিবি পুলিশ।  তারই ধারাবাহিকতায় গত  ১৬/০৬/২০২৩ খ্রি. তারিখ নবাবগঞ্জ থানাধীন বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটা সাকিনস্থ জনৈক মনুরদ্দিন (৭০) এর বাড়ী  হতে একটি চোর চক্র সু-কৌশলে  ০২ টি ষাড় ও ০১ টি গাভী  সহ মোট ০৩ টি গরু চুরি করে নিয়ে যায়। তৎপ্রেক্ষিতে জনৈক মনুরদ্দিন (৭০, পিতা-মৃত ফইজুদ্দিন, মাতা-মৃত তাজেরন, সাং-কাঠালীঘাটা, বান্দুরা, থানা-নবাবগঞ্জ,জেলা-ঢাকা বাদী হয়ে নবাবগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ- ১৯/০৬/২০২৩খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয় দ্রুত উক্ত গরু চোর চক্রকে গ্রেফতার এবং চোরাইকৃত গরু উদ্ধার করার জন্য ডিবি (উত্তর), ঢাকা জেলাকে নির্দেশ প্রদান করলে  অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে একটি চৌকষ ও আভিযানিক দল ২০/০৬/২০২৩ তারিখ রাতে সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোমিনুল (৩০), পিতা-মোঃ সহিদ, মাতা-হেনা, সাং-পারকুলগয়টা, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-ঝাউচর খোকনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। রমজান শেখ ৥ কালু (৪০), পিতা-মৃত বোরহান, মাতা-আনোয়ারা, সাং-পুষ্পখালী, থানা-দোহার, জেলা-ঢাকা, এ/পি সাং-তেতুলঝড়া মজিবর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা,দের গ্রেফতার করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানাধীন ঝাউচর ট্যানারী ৩ নং গেইট এলাকা হইতে ৩। মোঃ খোকন (৪০), পিতা-মৃত আঃ খালেক, মাতা-জায়েদা খাতুন, সাং-ঝাউচর, থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয় এবং তার ঝাউচর ট্যানারী ৩ নং গেইট সংলগ্ন বাসা  হতে চোরাইকৃত ০৩টি গরু উদ্ধার করা হয়। 

ধৃত আসামী ২। রমজান শেখ ৥ কালু (৪০) এর দেওয়া তথ্যমতে আসামী ৩। শফিকুল (৪৭), পিতা-আঃ রহমান, মাতা-সকিনা বেগম, সাং-রোহাবাড়ী, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জকে ২০/০৬/২০২৩ খ্রি. তারিখ সাভার মডেল থানাধীন তেতুলঝড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ০১/০২ মাস আগে সাভার মডেল থানাধীন ভার্কুতা সাকিনস্থ বেলওয়েথার এগ্রো ফার্ম হতে তার কয়েকজন সহযোগীর সহায়তায় ০৪ টি গরু চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে বেলওয়েথার এগ্রো ফার্ম এর ম্যানেজার তানভীর মাহমুদ বাদী হয়ে সাভার মডেল থানার মামলা নং-২৩, তারিখ-০৭/০৪/২০২৩ খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন।

উক্ত ১-৪ নং আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ অর্থাৎ ২০/০৬/২০২৩ খ্রি. তারিখ মধ্যরাতে আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হতে আসামী ৫। আনেয়ার হোসেন (৩৬), পিতা-আয়নাল মাস্টার, মাতা-মোসাঃ হালিমা, সাং-মহিষামড়া, রতনকান্দি, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, আসামী ৬। মুক্তার হোসেন (৪০), পিতা-মৃত দিলদার আলী, মাতা-মোসাঃ মতিউন নেছা, সাং-রামজীবন, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, ৭। মোঃ ইব্রাহিম শেখ (২৬), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মৃত সাহেদা বেগম, সাং-রামেশ্বরগাতী, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, ৮। মোঃ গাজী (৩৮), পিতা-মৃত মান্নান সরকার, সাং-তেজনন্দি, থানা-আত্রাই, জেলা-নওঁগা দের  গ্রেফতার করা হয়। তাদের  জিজ্ঞাসাবাদে, তারা জানায় গত প্রায় ০৭/০৮ মাস পূর্বে ধামরাই থানাধীন নান্নার সাকিনস্থ জনৈক রেজাউল করিম ওরফে মেঘু এর বসতবাড়ীর গোয়লঘর হতে ০৬ টি গরু চুরি করে নিয়ে বিক্রয় করেছে এবং বিক্রয়কৃত টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এই সংক্রান্তে জনৈক রেজাউল করিম ওরফে মেঘু গত ২৩/১০/২০২২ খ্রি. তারিখ ধামরাই থানার মামলা নং-৩৭, তারিখ-২৩/১০/২০২২ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন।
ধৃত ৫-৮ নং আসামীদের দেওয়া তথ্য মতে উক্ত অর্থাৎ ধামরাই এলাকার গরু চোরাইকাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ট্রাক আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা হইতে উদ্ধার করা হয়।  
গ্রেফতারকৃত ১-৮ নং আসামীদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চোরচক্রের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা