ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মঞ্চ প্রস্তুত নাঈমের, পারবেন কি রাঙাতে?


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ৩:৪১
ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান করে দলে জায়গা করে নিয়েছেন নাইম শেখ। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে দলে জায়গা নিশ্চিত করতে  এটিই তার সেরা সুযোগ। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা বাঁ-হাতি এই ওপেনার ব্যাট করেছেন কেবল ১ ম্যাচে। সবশেষ ২০২১ সালে জাতীয় দলের হয়ে নাঈম খেলেছিলেন। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন মোটে ১ রান। এরপর আর দলে সুযোগ পাননি তিনি।
 
অবশেষে আজ (৮ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে আবারও সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে নামার। অবশ্য আজকের ম্যাচে নাঈমের সুযোগ পাওয়াটা একবারে নাটকীয়ই বলা যায়। কেননা নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর এবং ফিরে আসা নিয়ে দোলালের পরই নাঈম সুযোগ পেয়েছেন। নয়তো আজও খেলা হতো না তার। এবার কি সুযোগটি কাজে লাগাতে পারবেন বাঁ-হাতি এই ওপেনার?
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নাঈমের জন্য প্রস্তুত। বাংলাদেশের হয়ে এদিন ওপেনিং পজিশনেই ব্যাট করতে নামবেন তিনি। যদিও টস হেরে আগে ব্যাট করছে আফগানরা। চলমান সিরিজের শেষ দুই ওয়ানডেতে ভালো করতে পারলে অবশ্য বড় পুরস্কারই পেতে পারেন নাঈম। ডাক পাওয়ার জোর সম্ভাবনা থাকবে আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের দলে। সেক্ষেত্রে নাঈমের জন্য এই সিরিজটি একপ্রকার অগ্নিপরীক্ষা কিংবা নিজেকে প্রমাণের সুযোগ।
 
এর আগে ২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল নাঈমের। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে সেদিন ব্যাটিং করতে হয়নি তাকে। পরবর্তীতে ২০২১ সালে এসে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলেছিলেন নাঈম, তবে সেদিন করেছিলেন ১ রান। এরপর আবার অপেক্ষা, অবশ্য সেই অপেক্ষার পালা ফুরিয়ে নাঈম আজ খেলছেন একাদশে।
দলে ডাক পাওয়ার আগে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম। একটি সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরির মাধ্যমে করেছিলেন ৭১৯ রান। রান সংগ্রহে তার স্ট্রাইক রেট ৯৫.২৩, একইসঙ্গে ম্যাচপ্রতি ৮৯.৮৮ গড় রয়েছে তার। আবাহনীর হয়ে এই রান করতে নাঈম শেখ ৭২টি চার ও ২০টি ছক্কা হাঁকান।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা