ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মঞ্চ প্রস্তুত নাঈমের, পারবেন কি রাঙাতে?


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ৩:৪১
ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান করে দলে জায়গা করে নিয়েছেন নাইম শেখ। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে দলে জায়গা নিশ্চিত করতে  এটিই তার সেরা সুযোগ। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা বাঁ-হাতি এই ওপেনার ব্যাট করেছেন কেবল ১ ম্যাচে। সবশেষ ২০২১ সালে জাতীয় দলের হয়ে নাঈম খেলেছিলেন। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন মোটে ১ রান। এরপর আর দলে সুযোগ পাননি তিনি।
 
অবশেষে আজ (৮ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে আবারও সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে নামার। অবশ্য আজকের ম্যাচে নাঈমের সুযোগ পাওয়াটা একবারে নাটকীয়ই বলা যায়। কেননা নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর এবং ফিরে আসা নিয়ে দোলালের পরই নাঈম সুযোগ পেয়েছেন। নয়তো আজও খেলা হতো না তার। এবার কি সুযোগটি কাজে লাগাতে পারবেন বাঁ-হাতি এই ওপেনার?
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নাঈমের জন্য প্রস্তুত। বাংলাদেশের হয়ে এদিন ওপেনিং পজিশনেই ব্যাট করতে নামবেন তিনি। যদিও টস হেরে আগে ব্যাট করছে আফগানরা। চলমান সিরিজের শেষ দুই ওয়ানডেতে ভালো করতে পারলে অবশ্য বড় পুরস্কারই পেতে পারেন নাঈম। ডাক পাওয়ার জোর সম্ভাবনা থাকবে আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের দলে। সেক্ষেত্রে নাঈমের জন্য এই সিরিজটি একপ্রকার অগ্নিপরীক্ষা কিংবা নিজেকে প্রমাণের সুযোগ।
 
এর আগে ২০২০ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল নাঈমের। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে সেদিন ব্যাটিং করতে হয়নি তাকে। পরবর্তীতে ২০২১ সালে এসে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলেছিলেন নাঈম, তবে সেদিন করেছিলেন ১ রান। এরপর আবার অপেক্ষা, অবশ্য সেই অপেক্ষার পালা ফুরিয়ে নাঈম আজ খেলছেন একাদশে।
দলে ডাক পাওয়ার আগে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম। একটি সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরির মাধ্যমে করেছিলেন ৭১৯ রান। রান সংগ্রহে তার স্ট্রাইক রেট ৯৫.২৩, একইসঙ্গে ম্যাচপ্রতি ৮৯.৮৮ গড় রয়েছে তার। আবাহনীর হয়ে এই রান করতে নাঈম শেখ ৭২টি চার ও ২০টি ছক্কা হাঁকান।

এমএসএম / এমএসএম

এমবাপের জোড়া গোলে হাফ ছেড়ে বাঁচল রিয়াল

গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি

মুস্তাফিজদের নিয়ে কেমন দল গড়ল ১২৪ কোটি ৫৫ লাখ রুপির কলকাতা

মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য তৃতীয়বারের এমজেসিএল শুরু হচ্ছে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

বাফুফের টার্ফে সাবেকদের মিলনমেলা

আইপিএল নিলাম নিয়ে যা জানা দরকার

লন্ড‌নে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় ফুয়াদের কৃতিত্ব

ইংল্যান্ডের অ্যাডিলেড টেস্টের একাদশে পরিবর্তন

ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর

আর্সেনালকে চাপে রাখল ম্যানসিটি

রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

১০ মিনিটও মাঠে থাকলেন না মেসি, ভাঙচুর চালালেন কলকাতার ক্ষুব্ধ সমর্থকরা