ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ব্রাজিলের অলিম্পিক ফাইনালে যাওয়ার লড়াই আজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ১০:১১

সোনায় মোড়ানো ক্যারিয়ারে ব্রাজিল অলিম্পিক দলের অধিনায়ক দানি আলভেস জিতেছেন ৪৩টি শিরোপা। আরও একটা জয়ের পথেই আছেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার। ৪৪তম শিরোপার পথে আরও একধাপ এগিয়ে যেতে আজ মাঠে নামছেন আলভেস ও তার দল ব্রাজিল, অলিম্পিকের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। কাশিমা সকার স্টেডিয়ামে আজ মঙ্গলবার তারা মাঠে নামবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। 

অলিম্পিকের সোনা ধরে রাখার মিশনে এসেছে সেলেসাওরা। স্বাভাবিকভাবেই ফেভারিটের কাতারেই আছে দলটি। বিশেষ করে যখন দলে আছেন দানি আলভেস, রিশার্লিসনদের মতো তারকারা, তখন তো বটেই। সোনা ধরে রাখার সে মিশনে দলটা খেলেছেও ফেভারিটের মতোই। প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে শুরু আলভেসদের। এরপর আইভোরি কোস্টের বিপক্ষে গোলহীন ড্র করলেও শেষ ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে পেরিয়ে যায় গ্রুপ পর্বের বৈতরণী। 

এরপর শেষ আটে মিশরকে হারাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে দলটিকে। ১-০ গোলে জিতেছে মাতিয়াস কুনিয়ার একমাত্র গোলে। আজ সেমিফাইনালে যে মেক্সিকোর মুখোমুখি হচ্ছেন আলভেস, রিশার্লিসনরা, সেই মেক্সিকো আবার আগের পর্বে দক্ষিণ কোরিয়ার জালে জড়িয়েছে ছয় গোল। শেষ চারের লড়াইটা তাই কঠিনই হওয়ার কথা গেলবারের সোনাজয়ীদের জন্য। 

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আজ বিকেল পাঁচটায় সাইতামা স্টেডিয়াম ২০০২-এ লড়বে স্বাগতিক জাপান ও স্পেন। জাপান এ লড়াইয়ে এসেছে শেষ আটে নিউজিল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে। ওদিকে স্পেন শেষ আটে নির্ধারিত ৯০ মিনিটে ফল নিজেদের করে নিতে ব্যর্থ হয়। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটির রূপ অবশ্য বদলে যায় যোগ করা অতিরিক্ত সময়ে। সে সময় আইভোরি কোস্টের জালে আরও তিনটি গোল জড়ায় লা ফুরিয়া রোহারা। চলে আসে সেমিফাইনালে।

প্রতিযোগিতাটির ফাইনালে সোনার নিষ্পত্তি হবে আগামী ৭ আগস্ট ইয়োকোহামা স্টেডিয়ামে, ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। এর আগের দিন ৬ আগস্ট সাইতামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় হবে ব্রোঞ্জপদকের ভাগ্যনির্ধারণ। 

জামান / জামান

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা

‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’

ক্লাব কিনছেন দানি আলভেস

বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার