ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামানের মৃত্যুতে শোকাহত পরিবার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-৭-২০২৩ বিকাল ৬:১০

ঢাকা জেলার ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান মারা গেছেন। এই পরিবারের তিন জন মুক্তিযোদ্ধার মধ্যে দু’জন মারা গেলেন। জানা যায়,১৯৭১ সালে ঢাকা জেলার ধামরাইর কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর নূর উজ জামানের নেতৃত্বে তার বাড়িতে প্রায় ছয়’শ জন মানুষ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। এসময় তার স্ত্রী আমেনা জামান আট জন সন্তান লালন পালনের পাশাপাশি তিনি ও তার এক ছেলে আহম্মদ আল জামান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন শক্রুদের বিপক্ষে। তখন ওই বীর মুক্তিযোদ্ধা নিজের সন্তান ও পরিবারের কথা চিন্তা না করে নিজের জমি বিক্রি করে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়াসহ সব খরচ বহন করতেন। ২০১৩ সালে পরিবারটির নারী মুক্তিযোদ্ধা আমেনা জামান মারা যান। পরে সম্প্রতি বিশিষ্ট এই দানবীর ও মুক্তিযোদ্ধা নূর উজ জামান মারা যান। পরিবারটির তিন জন মুক্তিযোদ্ধার মধ্যে দু’জন মারা গেলেন। বীর এই মুক্তিযোদ্ধার আটজন ছেলে মেয়ে রয়েছেন। তাদের মধ্যে সাত জন যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী। সেখানে তারা কেউ ডাক্তার,কেউ শিক্ষক বা কেউ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। আর এক ছেলে বীর মুক্তিযোদ্ধা ও সিআইপি আহম্মদ আল জামান গ্রামে থেকে মানুষকে সহযোগীতার মাধ্যমে মানবসেবা করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান বলেন,তার বাবা ছিলেন এলাকার গরিব দুঃখী মানুষের সহযোগীতার প্রধান। তার বাবা এলাকার গরিব অসহায় শিক্ষার্থীদের পড়াশুনার জন্য কুশুরা এলাকায় নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ,আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা,বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান বালিকা মাদ্রাসা,মৌস্তি বেপারী বালক এতিম খানা,জহুরুন নেসা বালিকা এতিম খানাসহ অসংখ্য প্রতিষ্ঠান করেছেন। এছাড়া আরও নির্মাণ করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল ও বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামান ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের পক্ষ থেকে দুটি ট্রান্স ফান্ড গঠন করা হয়েছে। সেখানে প্রতি বছরে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনামুল্যে স্কলার শিপ প্রদান করা হয়। এছাড়া তার ছেলে বীর এই মুক্তিযোদ্ধ দানবীর আহম্মদ আল জামান ধামরাইর সকল শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য। বীর মুক্তিযোদ্ধা নূর উজ জামানের মৃত্যুর পর তার প্রসাবী ছেলে ও মেয়েরা বাবার সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছেন। এছাড়া তাদের পক্ষ থেকে প্রতি মাসে ধামরাই উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার অসহায় ও গরীব মানুষকে প্রতিমাসে নগদ অর্থ সহযোগীতার পাশাপাশি খাদ্য সামগ্রী দেওয়াসহ বিভিন্ন ভাবে স্বাবলম্বী ভাবে গড়ে তুলছেন। তাদের আয়ের বেশীর ভাগ অর্থ সমাজের অসহায় মানুষদের কল্যাণে ব্যায় করছেন তারা। প্রতিদিন সকাল হলেই তাদের ধামরাইর ডালিপাড়া গ্রামের বাড়িতে মানুষের অসংখ্য ভীড় লেগেই থাকে। নানা সমস্যার সমাধান ও সহযোগীতার জন্য তাদের বাড়ির দরজা সবার জন্য খোলা থাকে। ধামরাই বাসী এই পরিবারটির সকল সদস্যদের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন। এদিকে আজ বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা নূর উজ জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক শোক বার্তায় তিনি শোকসপ্ত এই পরিবারের প্রতি সমবেদনাও জানান।

এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত