বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিল আফগানরা
মোহাম্মদ নবির ফিফটি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ ইনিংসে ভর করে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ১৫৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান।
নবির ৪০ বলে ৫৪ ও ওমরজাইয়ের ১৮ বলে ৩৩ রানে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ১৫৪ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করে বাংলাদেশ। বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও যথাসময়ে টস ও ম্যাচ শুরু হয়। বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার ও ৩ স্পিনার নিয়ে।
বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে পরিবর্তন হয়েছে দুইটি।রিশাদ হোসেন ও হাসান মাহমুদের পরিবর্তে একাদশে আছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।পাওয়ার প্লেতেই আফগান টপ অর্ডার ধসিয়ে অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে বাংলাদেশ বোলাররা। নাসুম আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে হজরতউল্লাহ জাজাই (৮) ক্যাচ দেন তাওহিদ হৃদয়কে। পরের ওভারে তাসকিন ফেরান রহমানউল্লাহ গুরবাজকে (১৬)। নিজের প্রথম ওভার করতে এসে শরিফুল ইসলাম তুলে নেন ইব্রাহিম জাদরানকে (৮)।
এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বারের দেখায় পাঁচবারই জাদরানকে আউট করেন শরিফুল। ৮ম ওভারে আক্রমণে এসে অধিনায়ক সাকিব তুলে নেন করিম জানাতের (৩) উইকেট। উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন শান্তর হাতে। ৫৪ রানে ৪ উইকেট হারায় আফগানরা।
সেখান থেকে মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে ৩৫ রানের জুটি। তবে ২৩ রানেই থামতে হয় জাদরানকে। ১৬ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১০১।এরপর এক পাশ আগলে রাখা নবি ও তার সাথে যোগ দেওয়া আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে লড়াকু সংগ্রহ পেয়ে যায় আফগানিস্তান।
তাসকিনের করা ১৭তম ওভারে আসে ১৪ রান। মুস্তাফিজের পরের ওভারে ১৩। সাকিবের করা ১৯তম ওভারে আসে ১৪ রান। তবে টাইগার দলপতি ওমরজাইকে ফিরিয়ে ভাঙেন ৩১ বলে ৫৬ রানের জুটি। ১৮ বলে ৬ চারে ৩৩ রান করেন ওমরজাই।
ইনিংসের শেষ ওভারে নবি পেয়ে যান ক্যারিয়ারের ৫ম ফিফটির দেখা।শেষ পর্যন্ত আফগানরা থামে ৭ উইকেটে ১৫৪ রানে। নবি অপরাজিত ৪০ বলে ৬ চার ১ ছক্কায় ৫৪ রানে। শেষ ৪ ওভারে তারা নিয়েছে ৫৩ রান।
এমএসএম / এমএসএম
এমবাপের জোড়া গোলে হাফ ছেড়ে বাঁচল রিয়াল
গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি
মুস্তাফিজদের নিয়ে কেমন দল গড়ল ১২৪ কোটি ৫৫ লাখ রুপির কলকাতা
মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য তৃতীয়বারের এমজেসিএল শুরু হচ্ছে
মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী
বাফুফের টার্ফে সাবেকদের মিলনমেলা
আইপিএল নিলাম নিয়ে যা জানা দরকার
লন্ডনে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় ফুয়াদের কৃতিত্ব
ইংল্যান্ডের অ্যাডিলেড টেস্টের একাদশে পরিবর্তন
ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর
আর্সেনালকে চাপে রাখল ম্যানসিটি
রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা