ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিল আফগানরা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৪-৭-২০২৩ রাত ৮:৩৩

মোহাম্মদ নবির ফিফটি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ  ইনিংসে ভর করে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ১৫৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান।

নবির ৪০ বলে ৫৪ ও ওমরজাইয়ের ১৮ বলে ৩৩ রানে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ১৫৪ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করে বাংলাদেশ। বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও যথাসময়ে টস ও ম্যাচ শুরু হয়।   বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার ও ৩ স্পিনার নিয়ে।

বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে পরিবর্তন হয়েছে  দুইটি।রিশাদ হোসেন ও হাসান মাহমুদের পরিবর্তে একাদশে আছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।পাওয়ার প্লেতেই আফগান টপ অর্ডার ধসিয়ে অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে বাংলাদেশ বোলাররা। নাসুম আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে হজরতউল্লাহ জাজাই (৮) ক্যাচ দেন তাওহিদ হৃদয়কে। পরের ওভারে তাসকিন ফেরান রহমানউল্লাহ গুরবাজকে (১৬)।  নিজের প্রথম ওভার করতে এসে শরিফুল ইসলাম তুলে নেন ইব্রাহিম জাদরানকে (৮)। 

এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বারের দেখায় পাঁচবারই জাদরানকে আউট করেন শরিফুল। ৮ম ওভারে আক্রমণে এসে অধিনায়ক সাকিব তুলে নেন করিম জানাতের (৩) উইকেট। উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন শান্তর হাতে। ৫৪ রানে ৪ উইকেট হারায় আফগানরা।

সেখান থেকে মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে ৩৫ রানের জুটি। তবে ২৩ রানেই থামতে হয় জাদরানকে। ১৬ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১০১।এরপর এক পাশ আগলে রাখা নবি ও তার সাথে যোগ দেওয়া আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে লড়াকু সংগ্রহ পেয়ে যায় আফগানিস্তান।

তাসকিনের করা ১৭তম ওভারে আসে ১৪ রান। মুস্তাফিজের পরের ওভারে ১৩। সাকিবের করা ১৯তম ওভারে আসে ১৪ রান। তবে টাইগার দলপতি ওমরজাইকে ফিরিয়ে ভাঙেন ৩১ বলে ৫৬ রানের জুটি। ১৮ বলে ৬ চারে ৩৩ রান করেন ওমরজাই।

ইনিংসের শেষ ওভারে নবি পেয়ে যান ক্যারিয়ারের ৫ম ফিফটির দেখা।শেষ পর্যন্ত আফগানরা থামে ৭ উইকেটে ১৫৪ রানে। নবি অপরাজিত ৪০ বলে ৬ চার ১ ছক্কায় ৫৪ রানে। শেষ ৪ ওভারে তারা নিয়েছে ৫৩ রান।

এমএসএম / এমএসএম

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?