তাড়াশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা বিষয়ক ৩য় ব্যাচ প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে (তৃতীয় ব্যাচ) প্রশিক্ষণ গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম , তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, সাইটসেভার্স এর টেকনিক্যাল অফিসার আব্দুস সালাম ও ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার, মিল অফিসার অরবিন্দু বর্মন কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর তাসলিমা নাসরিন, সুমন মিয়া, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার সনজিব প্রামানিক ও গ্রাম বিকাশ সংস্থার প্রজেক্ট অফিসার মো: দিলদার হোসেন। এ প্রশিক্ষণে উপজেলার ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণটি ফ্যাসিলিটেট করেন মাষ্টার ট্রেইনার চরকুশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী দাস। জানা গেছে এ প্রশিক্ষণে ১শ ১ জন শিক্ষককে ৪ টি ব্যাচে প্রশিক্ষণ করানো হবে। এর মধ্যে ৩য় ব্যাচের ২৪ জন প্রশিক্ষনার্থী দিয়ে ৭৫ জনকে এ প্রশিক্ষণ করানো হলো। সাইটসেভার্স এর সহযোগিতায় এ প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম