ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সেশন ফি দিতে গিয়ে ভোগান্তিতে তিতুমীর কলেজের শিক্ষার্থী 


মাহবুব ইসলাম  photo মাহবুব ইসলাম
প্রকাশিত: ৩০-৭-২০২৩ রাত ১০:২২

৩১ জুলাই ভর্তির শেষ দিন, টাকা জমা দিতে তিতুমীর কলেজের ওয়েবসাইটে ঢুকেই বিড়ম্বনায় পরেন বহু শিক্ষার্থী।  ওয়েবসাইটে তথ্য সাবমিট করতে পারছেন না তারা। আবার কেউবা বেশ ঝামেলার মুখোমুখি হয়ে টাকা জমা দিতে হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য থাকে না। অনেক আগে কিছু তথ্য আপলোড করা হলেও সময়ের ব্যবধানে সেগুলো আপডেট করা হয়নি।শিক্ষার্থী মাহফুজুল বলেন, দীর্ঘদিন ধরে কোনো আপডেট নেই, তথ্যের শৃঙ্খলা নেই। অরক্ষিত, অকার্যকর, এলোমেলো একটি ওয়েবসাইট। ভর্তির টাকা জমা দিতে ব্যর্থ হয়ে শিক্ষার্থী শেখ আল মামুন জানান, কলেজের সার্ভার খুবই বাজে, সেশন ফি জমা দেওয়ার পর থেকেই ট্রাই করছি। কিন্তু সার্ভারের সমস্যার জন্য দিতে পারিনি। 

তিতুমীর কলেজের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ওয়েবসাইটে 'important order' বক্সে সর্বশেষ ২০১৯ সালে যৌন হয়রানি অভিযোগ সেল গঠনের নোটিশ দেওয়া আছে। এরপর আর কোনো নোটিশ বা আদেশ সেখানে স্থান পায়নি। ২২টি বিভাগের মধ্যে পাঁচটি বিভাগের তথ্য ঘেঁটে দেখা যায়, বেশিরভাগ তথ্যই সেখানে হালনাগাদ হয়নি।

বাংলা বিভাগের নোটিশ বোর্ডে ঝুলছে ভাষানটেক সরকারি কলেজর একটি নোটিশ! ক্লাস রুটিন, রেজাল্ট, সিলেবাস, স্টাফদের বর্ণনা কিছুই হালনাগাদ হয়নি। শিক্ষকদের তথ্য সেলে কেবল একজন শিক্ষকের তথ্যই হালনাগাদ হয়েছে।


এছাড়াও ইংরেজি, অর্থনীতি, পদার্থ বিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে কিছু বিভাগে শিক্ষকদের তথ্য বেশ আগে হালনাগাদ করা হলেও নোটিশ, রেজাল্ট, স্টাফদের তথ্য, সিলেবাস ইত্যাদি তথ্যের অনুপস্থিতি দেখা গেছে। ওয়েবসাইটে সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত ২০১৭-১৮ সেশনের একটি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম বলেন, আমি নিজেও জয়েন করার পর তিতুমীর কলেজের ওয়েবসাইট আপডেট না থাকার বিষয়টি নজরে আসে। এ বিষয়ে ওয়েবসাইটে দায়িত্বরতদের সঙ্গেও বসি এবং আগের থেকে বেশ কিছু পরিবর্তনও হয়েছে।  

বর্তমানে ওয়েবসাইটটি যে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির আওতায় আছে আমরা তাদের থেকে বাদ নিয়ে সফট বিডি কোম্পানীর সঙ্গে যুক্ত হবো। এখন যে কোম্পানির আওতায় রয়েছে তাদের সঙ্গে জুলাইয়ের ৩১ তারিখে চুক্তি শেষ হবে। আশা করা যাচ্ছে জুলাইয়ের পর থেকে ওয়েবসাইট নিয়ে আর কোন সমস্যা থাকবে না। 

অনেক শিক্ষার্থী ওয়েবসাইটে সেশন ফি জমা না দিতে পারায় আমার কাছে অভিযোগ করলে আমি সেটারও সমাধান করার চেষ্টা করেছি। এখন শিক্ষার্থীরা ঠিক মত ফি জমা দিতে 

 

Sunny / Sunny

মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির অভিযোগে ডিআইইউ শিক্ষার্থীকে ঘিরে উত্তেজনা

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা