ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

দেবরের ছুরিকাঘাতে ভাবীর মৃত্যু, ভাতিজা আহত


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৩ বিকাল ৫:৩৮

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্ধে আপন দেবরের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ভাবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা ও নিহতের সাড়ে তিন বছরের ছেলে আলিফ আহমেদ গুরতর আহত হন। আহতকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক দেবর মো. সুজন আহমেদকে (৩২) বাড়ির আশপাশের লোকজন আটক করে পুলিশে সোপার্দ করে। সে একই গ্রামের আ. রাশিদের (৬৫) ছেলে। ঘাতক দেবর ভাবির বুকে ছুরি ঢুকিয়ে দেয় ও কাছে থাকা ভাতিজাকে বাম কাঁধের পেছনে ছুরি দিয়ে কুপ দেয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানু বেগম (২৫) প্রবাস ফেরত স্বামী খোকন আহমেদের (৩৮) স্ত্রী।
নিহতের স্বামী খোকন মিয়া বলেন, গত বুধবার রাতে আমার বাবা আ. রাশিদ, মা সুফিয়া খাতুন এবং ভাই সুজন, রুবেল, সুমন ও ইমন তারা মিলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। পরে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে নাস্তা করে কৃষক কাজে ক্ষেতে চলে যায়। চাচী খবর দেয় বউ বাচ্চারে মেরে ফেলেছে। বাড়ি এসে দেখি স্ত্রী রক্তাক্ত ও ছেলেকে হাসপাতালে নিয়ে গেছে। 
তিনি আরও বলেন, আট বছর দুবাইয়ে প্রবাসজীবন শেষে গত চার বছর যাবত বাড়িতে এসে পাঁচ শতাংশ জমি কিনে চাষাবাদ ও বাড়িতে সেমি পাকা দালান তৈরি করি এবং অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার পরিচালনা করছি। বসত ভিটা থেকে তাড়িয়ে দিতে চাই ও কৃষি জমির ভাগ চায় বাবা-মা ও ভাইয়েরা। এ নিয়ে এলাকায় অনেক দেন দরবারও করা হয়েছে।
ঘাতক সুজন আহমেদ হত্যার দায় স্বীকার করে বলেন, যন্ত্রণা সহ্য করতে করতে অপারগ হয়ে কাজটি করেছি। আমার সাইকেল, ছাগল বিক্রি করে দিয়েছে। এক কাঠা (৮ শতাংশ) জমি সবাই মিলে কিনেছি। আমার বড় ভাই (খোকন আহমেদ) একাই ভোগ দখল করে। বিদেশ যাওয়ার সময় এক লক্ষ ৭০ হাজার টাকা দিয়েছি। মাদরাসা-স্কুলে গিয়েছি এক টাকারও খরচ বহন করেনি। মা-বাবা ও অন্যান্য ভাইয়েরা জড়িত নয়, আমি একাই এই হত্যাকান্ড সংঘটিত করার কথা অপকটে স্বীকার করেন তিনি।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডে সুজনকে আটক করে থানায় আনা হয়েছে। আহত শিশুটি মমেক হাসপাতালে ভর্তি আছে। নিহতের মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ

“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে  চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা

নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী

উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ

চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২

গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি

চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক

মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার