লায়কা আজমিন
মাহালাবিয়া

উপকরণ
দুধ ২ কাপ, ক্রিম দেড় কাপ, কর্নফ্লাওয়ার ২ থেকে ৩ কাপ, চিনি ২ থেকে ৪ কাপ, গোলাপজল ১ চা চামচ, গোলাপের সিরা ৩ টেবিল চামচ, ভ্যানিলা / অরেঞ্জ এসেন্স পরিমানমত, পেস্তা বাদাম সাজানোর জন্য।
প্রণালী
প্রধমে একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি, ১ কাপের ৩ ভাগের ১ ভাগ কর্নফ্লাওয়ার এবং গোলাপজল ঢেলে ভালোভাবে মিশিয়ে নিবেন। এবার মাঝারি আঁচে এই মিশ্রণটি জ্বাল দিয়ে নাড়চাড়া দিয়ে ঘন করে নিতে হবে । ঘন হয়ে গেলে পুডিংটি গ্লাসে ঢেলে দিবেন । এবার সবগুলো গ্লাসে পুডিং ঢালা হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে হবে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য ।
দ্বিতীয় ধাপ : একটি প্যানে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পানি , গোলাপজলের সিরা ঢেলে ভালোমত মিশিয়ে নিবেন । এবার মাঝারি আঁচে এই মিশ্রণটি জ্বাল দিয়ে নাড়তে নাড়তে ঘন করে নিন । এরপর আমাদের ঠাণ্ডা করা পুডিং গ্লাসগুলো বের করে পুডিংয়ের ওপর ঢেলে দিন এই মিশ্রণটি । এরপর পেস্তা বাদাম কুঁচি করে সাজিয়ে আবার ফ্রিজে রেখে দিন ১ থেকে ২ ঘন্টার জন্য । হয়ে গেল আমাদের সুস্বাদু মাহালাবিয়া ।
Sunny / Sunny

ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে

চিংড়ি মাছের তিল ললিপপ

ডিম আলুরচপ

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানে বিশেষ আয়োজন

মিষ্টি আলুর স্যুপ

রেডি টু কুক

কিভাবে চিনবেন দেশী মাছ দেশী হাঁস

গাজরের ক্ষীরসা পাটিসাপটা

বাঁশপাতা সিদল শুটকির ভর্তা

ক্রিসমাস ফ্রুটস কেক

চকলেট লেয়ার উইথ চকোলেট কেক

ভ্যানিলা কাপ কেক
