ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

অবৈধ বসতি উচ্ছেদের তাগিদ বিভাগীয় কমিশনারের


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ১২:৬

পাহাড়ে অবৈধ বসবাসকারীদের পানি, বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগদানে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। একই সঙ্গে অবৈধ বসতি উচ্ছেদ করে স্থায়ীভাবে সরকারি সম্পত্তি রক্ষার তাগিদ দিয়েছেন তিনি। এজন্য সিটি করপোরেশন, রেলওয়ে ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে আন্তঃদপ্তর আলোচনা করে উচ্ছেদ-পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশনা দেন তিনি। 

৮আগস্ট (মঙ্গলবার) সার্কিট হাউজে অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৭তম সভায় এসব নির্দেশনা দেন পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। 
তিনি বলেন, সরকারি বিভিন্ন সংস্থার পাহাড়ে অবৈধ বসবাসকারীদের সরিয়ে নিতে হবে। আর ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের বিষয়ে বলার কিছুই নেই। কোন দুর্ঘটনা ঘটলে পাহাড় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ও বেসরকারি সংস্থার মালিকানাধীন পাহাড় অবৈধ দখলদার উচ্ছেদ করার পর যাতে বেদখল না হয় সেই ব্যবস্থা করতে হবে। 
বিভাগীয় কমিশনার আরও বলেন, পাহাড়ে বসবাসকারীদের মধ্যে ৮০ শতাংশ ভাড়াটিয়া। অবৈধ দখলদারদের তালিকা করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মূল মালিক কাকে ভাড়া দিয়েছে, ভাড়ার শর্ত মানা হচ্ছে কীনা-তা মনিটরিং করতে হবে। তিনি বলেন, পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ মামলা এবং জেল-জরিমানা করতে পারে। উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও অবৈধ বসতি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে হবে। ফয়’স লেক উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশন, রেল ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে করণীয় নির্ধারণ করবে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। অবৈধ দখলদারের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগে সহায়তারকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়ের করতে হবে। তিনি বলেন, ‘পানি, বিদ্যুৎ ও গ্যাসের বৈধ সংযোগ নিতে বেগ পেতে হয়। এখানে অবৈধ সংযোগ পায় কীভাবে।’ আগামীতে কোনো প্রকল্প নেওয়ার আগে ভূমি মালিকের অনুমোদন বা সম্পৃক্ত করার অনুরোধ করেছেন তিনি।

সভায় বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এসএম শফি উল্লাহ।
রেলওয়ের মালিকানাধীন পাহাড়ে রাস্তা নির্মাণের বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ তৌহিদুল ইসলাম বলেন, মতিঝর্ণা এলাকায় ৪-৫ তলা ভবন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। উচ্ছেদ করতে গেলে ৫০০-১০০০ লোক রাস্তায় দাঁড়িয়ে যায়। তা উচ্ছেদ করা কঠিন। 
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ কামাল বলেন, রেলওয়ের সাতটি পাহাড়ে ৫ হাজার ৩৩২টি অবৈধ পরিবারের বসতি রয়েছে। জেলা প্রশাসন নিয়মিত পাহাড় থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে।   
সভায় রেলওয়ের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, রেলওয়ের বিভিন্ন পাহাড়ে অবৈধ বসতি রয়েছে। ফয়েস লেক ১, ২ ও ৩ নং ঝিলে ৪ হাজার ৪৭৬ জন অবৈধ বসতি রয়েছে। ৩-৪টি মামলা চলমান রয়েছে। ইচ্ছে থাকলেও অভিযান পরিচালনা করা দুরূহ বিষয়। রেলওয়ের বিভিন্ন পাহাড়ে বিদেশি অর্থায়নে ড্রেন ও রাস্তা নির্মাণ করা হয়েছে। রেলওয়ে থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। এসব সুবিধার কারণে পাহাড় বেদখল, ঝুঁকিপূর্ণ বসতি উৎসাহিত হবে। ফয়েস লেক ছাড়াও মতিঝর্ণা ও বাটাহি হিলে পাহাড় রাস্তা নির্মাণ, পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ রয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসন, সিটি করপোরেশন, আইন-শৃঙ্খলা বাহিনী, সিডিএ, ওয়াসা, বিদ্যুৎ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ