ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

ঝিমিয়ে পড়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ. লীগের কার্যক্রম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৮-২০২৩ বিকাল ৫:৯
সাংগঠনিক ভাবে গতি হারিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা মহিলা আওয়ামী লীগ। সম্মেলনের মাধ্যমে ৬ বছর আগে ঘোষণা করা হয়েছিল এই কমিটি। তবে দীর্ঘ এই সময়েও সংগঠনটির ১১ সদস্যের কমিটিই রয়ে গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলার বেশির ভাগ উপজেলায় গঠন করা হয়নি কোনো ইউনিয়ন, উপজেলা শাখার কমিটি। 
জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চেমন আরা তৈয়বকে সভাপতি ও শামীমা হারুনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এই কমিটির কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে কাগজে-কলমে। এতে চেমন আরা-শামীমা কমিটির দুর্বলতাকে দেখেছেন অনেক নেতাকর্মী।
ফলে ঝিমিয়ে পড়া এই গুরুত্বপূর্ণ ইউনিটকে ঢেলে সাজানো হবে কিনা তা নিয়েও তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে গুঞ্জন। এরমধ্যে গত ৩০ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 
দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা স্বাক্ষরিত  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানিয়েছিলেন। কিন্তু গত ৬ মাসেও কর্ণফুলী মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পাননি। যদিও যুগ্ম সাধারণ সম্পাদক দিয়ে কমিটির সাংগঠনিক কাজ চলছে বলে দলীয় সূত্র জানায়।
সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির পদ শুণ্য হওয়ায় দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনজুমান আরা একাই সাংগঠনিক কাজ চালাচ্ছেন। আনোয়ারা উপজেলায়ও একই অবস্থা। এ উপজেলায়ও মহিলা আওয়ামী লীগের কমিটি নেই। এরমধ্যে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর সভাপতি চেমন আরা তৈয়বকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার। এরপর থেকে তিনি ঢাকাতেই বসবাস করছেন। 
জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে ৭ জনকে। তারা হলেন- কল্পনা লালা, দীপিকা বড়ুয়া, ফৌজিয়া মান্নান, নুরুন্নাহার জালাল, জান্নাত আরা, শাহিদা আক্তার ও রেহেনা ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে পাপড়ী সুলতানা, মারিয়া শারমিন ও কাজী শারমীনকে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নিস্ক্রিয়তায় বর্তমানে তারাও রাজনীতিতে নিস্ক্রিয়। 
আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যুতেও মাঠে দেখা যায়নি চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটকে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের একাধিক নেতার অভিযোগ, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের। অথচ প্রায় মহিলা আওয়ামী লীগের অংশগ্রহণ নেই বললেই চলে। 
একাধিক উপজেলার মহিলা আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা বলেন, মনে হচ্ছে সংগঠনের নেতারা বিভিন্ন কাজকর্ম ও তদবিরে ব্যস্ত। সামনে জাতীয় সংসদ নির্বাচন। কারো মাথা ব্যথা নেই। চট্টগ্রাম দক্ষিণ জেলায় সংসদীয় আসন রয়েছে ৬টি। এসব আসনে নারী ভোটাররা সবসময় একটি বড় ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়ায়। কিন্তু নারীদের সংগঠিত করে যাদের ঘরে ঘরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ‘মেসেজ’ পৌঁছে দেয়ার কথা তারা নিজেদের নিয়েই ব্যস্ত।
চট্টগ্রাম দক্ষিণে আওয়ামী লীগের কার্যক্রমে স্থবিরতা এমনকি কর্ণফুলী, আনোয়ারা ও সাতকানিয়ার বিষয় অবগত করে জানতে চাইলে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ ও জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান চেমন আরা তৈয়ব বলেন, ‘কয়েক মাস আগেও কেন্দ্রের নির্দেশনা ছিলো কোন কমিটিতে হাত না দেওয়ার। বলতে গেলে কমিটি যেভাবে আছে, ওভাবে রাখার জন্য দলের নির্দেশ ছিল। তাই কয়েকটি উপজেলায় কমিটি করতে পারিনি। গত মাসে চিঠি এসেছে সব ধরনের কমিটি করার। এখন আগষ্ট মাস তাই সেপ্টেম্বরে সকল কর্মসূচি পালন করার পাশাপাশি কর্ণফুলীতে মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলায় নতুন কমিটি ও সাতকানিয়া উপজেলায় সভাপতি নির্বাচন করে দিব। কার্যক্রম চলছে। জাতীয় নির্বাচনের আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সব কমিটি ঘোষণা করে ফেলব ইনশাল্লাহ।’

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ