কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট এসসি কাপ উদ্বোধন করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

লিভারপুল ফুটবল ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইয়ান রাশ-এর উপস্থিতিতে এসসি কাপ-এর ষষ্ঠ সিজনের উদ্বোধন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এসসি কাপ একটি ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। চলতি বছরের অক্টোবর মাসে টুর্নামেন্টটি আয়োজিত হবে এবং বিজয়ী দল লিভারপুল ফুটবল ক্লাবের বিখ্যাত হোমগ্রাউন্ড ‘অ্যানফিল্ড’-এ ভ্রমণ ও সরাসরি লিভারপুলের খেলা উপভোগ করার সুযোগ পাবে। লিভারপুল কিংবদন্তী ইয়ান রাশের এটিই ছিল প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি ভক্তদের সাথে সাক্ষাতের পাশাপাশি এসসি কাপ নিয়ে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। গণমাধ্যমের সাথে সাক্ষাতকালে ইয়ান রাশ তার ক্যারিয়ার, বর্তমান ফুটবল প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, “লিভারপুল কিংবদন্তী ইয়ান রাশের উপস্থিতিতে এবারের এসসি কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। লিভারপুলের অগণিত সাফল্যের এই নায়ককে স্বাগত জানাতে পেরে আমরা গর্ববোধ করছি। ক্লাবের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন দুর্দান্ত কিছু কাজ করতে পারছি যা অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। টুর্নামেন্টে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা উপভোগ করতে এবং কোন দল অ্যানফিল্ড ভ্রমণের সুযোগ পাবে জানতে আমি অধির আগ্রহে অপেক্ষা করছি। প্রতিযোগী দল ও সংশ্লিষ্ট সকলকে জানাই শুভকামনা। তিনি আরও বলেন, “ইয়ান রাশ তার সতীর্থ, প্রতিপক্ষ, ম্যানেজার এবং ভক্তদের নিকট ছিলেন একজন সম্মানীয় ব্যক্তিত্ব ও একজন রোল মডেল। তাঁর অভিজ্ঞতা ও গল্পগুলো আমাদের মাঝে শেয়ার করায় আমরা কৃতজ্ঞ, যা মাঠ ও মাঠের বাইরে আরও উচ্চাকাক্সক্ষী হতে আমাদের অনুপ্রাণিত করবে। বিগত বছরগুলোয় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ মোট পাঁচটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। খেলার প্রতি ভালোবাসা রেখে, নিজেদের চ্যালেঞ্জ করতে, ফুটবল দক্ষতা বাড়াতে এবং সহকর্মী ও সতীর্থদের সাথে সম্পর্ক দৃঢ় করতে দলগুলো টুর্নামেন্টে অংশ নেয়। এসসি কাপের আগের বিজয়ীদের মধ্যে গ্রামীণফোন, বাংলাট্র্যাক এবং রবি উল্লেখযোগ্য। স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০১০ সালের জুলাই মাস থেকে লিভারপুল ফুটবল ক্লাবের স্পন্সর হিসেবে যোগ দেয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এলএফসি’র বিভিন্ন বিষয়ে সামঞ্জস্য থাকায় গত ১৩ বছরে এই অংশীদারিত্ব আরও দৃঢ় হয়েছে। উদাহরণস্বরূপ, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এলএফসি উভয়ই এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যজুড়ে জনপ্রিয়। এই অঞ্চলগুলোয় ব্যাংকের কার্যক্রম যেমন ব্যাপকভাবে বিস্তৃত, লিভারপুলের ৭৭০ মিলিয়ন ভক্তের বড় একটি অংশও এখানে দেখা যায়। স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ক্লাবের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৬/২৭ ফুটবল মৌসুমে, অর্থাৎ, টানা ১৭ বছর পর্যন্ত এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
Sunny / Sunny

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৯তম সভা অনুষ্ঠিত

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল

বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে

ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার, নিশ্চিত উপহার ও ডিসকাউন্টসহ ই-বাইক পাওয়ার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ডিইউ টিএইচএম ক্লাবের সেমিনার
