ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

গাড়ি অকেজো হয়ে পড়ে থাকলেও নম্বর প্লেট ও কাগজপত্র উধাও


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ১:০

সরকারি গাড়ি বলে কথা। অকেজো হয়ে পড়ে থাকবে তবুও নির্দেশনা না পেলে বিক্রি করা যাবেনা। এমনকি মেরামত করে ব্যবহারেরও কোনো উপায় নেই। নির্দেশনার অপেক্ষায় থেকে দীর্ঘদিন ধরে অকেজো নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ভেতর পড়ে থাকা পাঁচটি সরকারি গাড়ি মাটির সাথে মিশে যাচ্ছে। অব্যবহৃত গাড়ি বিক্রয় না করায় সরকারি সম্পত্তি বিনষ্ট হচ্ছে।
সরেজমিনে, অস্থায়ী নেত্রকোনা মেডিক্যাল কলেজ ক্যান্টিনের সামনে চারটি এ্যাম্বুলেন্স মাটি চাঁপা অবস্থায় পড়ে আছে এবং নার্সিং ইনস্টিটিউট এর সামনে একটি এ্যাম্বুলেন্স ও একটি জিপ গাড়ি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। প্রতিটি গাড়ির নম্বর প্লেট খুলে নেয়া হয়েছে এবং অধিকাংশ গাড়ির ভিতরের যন্ত্রাংশ অদৃশ্য হয়ে গেছে। এভাবে সরকারি সম্পত্তি বিনষ্ট হচ্ছে।
হাসপাতালের এ্যাম্বুলেন্সের ড্রাইভার প্রফুল্ল জানায়, হাসপাতালে দুইটি এ্যাম্বুলেন্স ব্যবহৃত হচ্ছে। কোন এ্যাম্বুলেন্সেই নম্বর প্লেট নাই। একটি প্রায় ছয়-সাত বছর ধরে ব্যবহৃত হলেও এখন পর্যন্ত গাড়িতে নম্বর প্লেট লাগানো হয়নি। 
নেত্রকোনা নাসিং ইনস্ট্রিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ সাহিদা পারভীন বলেন, নার্সিং ইনস্টিটিউট এর কম্পাউন্ডের ভেতরে একটি এ্যাম্বুলেন্স ও একটি জিপ গাড়ি পরিত্যাক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে কিন্তু গাড়িগুলো কার তিনি তা জানেন না। তবে গাড়িগুলো নার্সিং ইনস্টিটিউটের নয় বলে তিনি নিশ্চিত করেন।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, গাড়িগুলোর মধ্যে একটি মোহনগঞ্জ হাসপাতালের এবং আরেকটি বারহাট্টা হাসপাতালের। এই দুটি গাড়ির কাগজ অফিসে আছে। চারটি গাড়ির কোন কাগজপত্র তিনি দেখাতে পারেননি। গাড়িগুলোর কাগজপত্র ও নম্বর প্লেট অন্য কেউ ব্যবহার করছেন কিনা এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেরামত কিংবা বিক্রি করার উপায় না থাকায় গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
নাম না প্রকাশে শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, হাসপাতালের একটি অসাধু সিন্ডিকেট এ্যাম্বুলেন্স গুলো মেরামত না করে পরিত্যাক্ত অবস্থায় ফেলে নষ্ট করছে। অন্যদিকে পুরা হাসপাতাল জুড়ে বেসরকারি এ্যাম্বুলেন্সের ষ্ট্যান্ড বানিয়ে রেখেছে। হাসপাতালে রোগী আসলেই অধিকাংশ রোগীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই সুযোগে এ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী পরিবহনের নামে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। 
জেলার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, হাসপাতালে অব্যবহৃত সরকারি গাড়িগুলো তত্ত্বাবধায়ক যথাযথ নিয়ম অনুসরন করে বিক্রি করলেই সরকারি সম্পত্তি বিনষ্ট হতো না। তাছাড়া উপজেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স জেলা সদর হাসপাতালে রাখার কথা নয়। পুরানো গাড়িগুলোর কাগজপত্র অবশ্যই তত্ত্বাবধায়কের কাছে থাকতে হবে। গাড়িগুলোর কাগজ ও নম্বর প্লেট ব্যবহার করে অন্য কেউ অপরাধে জড়িত হওয়ার আশংকা প্রকাশ করেন এবং হাসপাতালের অভ্যন্তরে পাইভেট এ্যাম্বুলেন্স রাখার বিষয়ে বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব

হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার

সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার

বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা

টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু