জাতীয় শোক দিবসে বিভিন্ন সংগঠনের কর্মসূচী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত মঙ্গলবার (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচী পালন করেছে সরকারী একাধিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। এছাড়াও বন্দর কর্তৃপক্ষ মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। সকালে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল ও চবক এর সদস্যগণ কর্তৃক বন্দর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বন্দর ভবন চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এতে চবক এর সকল বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং বন্দর কর্মচারী পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সাংসদ এম এ লতিফ ও চবক চেয়ারম্যানের নেতৃত্বে শোক র্যালী বন্দর ভবন হতে কাস্টম মোড় হয়ে বন্দর উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে শহীদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ চবক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবন ও অবদান বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। এছাড়াও বন্দর কর্তৃপক্ষের সদস্যগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় এম এ লতিফ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের। তিনি বলেন বঙ্গবন্ধুর জন্য আমরা এই বাংলাদেশ পেয়েছি, বাঙ্গালী জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ। তিনি বাংলাদেশে নারীদের অগ্রযাত্রায় বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন। তিনি নারী জাতিকে সমান ভাবে সমান সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন বাংলাদেশের সমুদ্র সীমা অর্জনে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার অবদান রয়েছে, তিনি না হলে এ সমুদ্র সীমা অর্জিত হত না।
বন্দর চেয়ারম্যান বলেন- বঙ্গবন্ধু হলো হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী, তিনি জীবনের সকল ক্ষেত্রে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে, জাতির পিতার নির্দেশনা মেনে চলার এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন জাতির পিতার রক্তে গড়া এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের অগ্রগতি ও উন্নয়নে একাত্ন হয়ে সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার প্রচেষ্টা করতে হবে। চবক চেয়ারম্যান আরো বলেন, আজকের দিনটি জাতির জন্য কলঙ্কিত একটি দিন, এ দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলতুননেসা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের এবং ১৯৭১ সালে যে সকল শহীদরা দেশের জন্য আত্নাহূতী দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে এগিয়ে নিয়েছেন তাদেরকে ও ১৯৭১ সালের শহীদ সকল বন্দর কর্মকর্তা-কর্মচারীকে। জাতির পিতার বক্তব্যের উদ্বৃতি দিয়ে তিনি বলেন-তোমরা দেশকে ভালবাস, তোমরা বাংলাদেশের মানুষকে ভালবাস
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ:
একঝাঁক কচিকাঁচার দল। তারা কেউ '৭১ দেখেনি, দেখেনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে। তবুও রং পেন্সিল নিয়ে 'বসে আঁকা প্রতিযোগিতায়' তাদের কারো ছবিতে জীবন্ত হয়ে উঠেছে বঙ্গবন্ধুর মুখাবয়ব, কেউ এঁকেছে ৭ মার্চে জাতির পিতার সেই অভূতপূর্ব অঙ্গুলিহেলন। কেউ বেছে নিয়েছে মুক্তিযুদ্ধ আর কেউবা ভাষা আন্দোলন। বিষয়বস্তু যা-ই হোক না কেন, প্রতিটি ছবিতেই কোন না কোনভাবে জড়িয়ে রয়েছে সেই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। এরপর এলো আবৃত্তি বা কবিতা পাঠ প্রতিযোগিতা। এখানেও প্রতিটি কবিতায় কী অবর্ণনীয় যত্নে, কী পরম মায়ায় তারা তুলে ধরলো জাতির পিতাকে। অথচ তারা কেউ কোনদিন দেখেনি তাঁকে! জাতীয় শোক দিবসে দামপাড়াস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে ঠিক এরকমই একটি আয়োজন করেছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপি'র উদ্যাগে আয়োজিত এই চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও আদর্শকে বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে আয়োজন করা হয় এই প্রতিযোগিতাটির। সিএমপি স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটেগরিতে বিভক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই আয়োজনে।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু:
শোকাবহ আগস্ট উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩৭ নং মুনির নগর ওয়ার্ড বন্দর নতুন মার্কেটের সামনে ও আদর্শ পাড়ায় ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের নিমতলা মোড়ে, ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ আবুলিয়া বিদ্যালয় প্রাঙ্গনে এবং ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ সিডিএ উম্মুল কোরা তাহফিজুল কুরআন একাডেমিতে ২০০০ জন অসহায়, দুঃস্থ, এতিম শিশু ও কর্মজীবি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এসময় ১৫ই আগষ্টের কালরাত্রিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা গিয়াস উদ্দিন সাহেব।
এতে উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল, সাধারণ সম্পাদক মো. রিফাত আলম ৩৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিশু মল্লিক, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ বাবলা, নিমতলা ইউনিট আওয়ামী লীগ নেতা মোঃ দিদার উদ্দিন, মোঃ জাহাঙ্গীর সৈয়দ, মোঃ মোরশেদ আলম, মোঃ সেলিম উদ্দিন, নিজামুদ্দিন, মতিউর রহমান, নেছার বিন ফয়সাল রিমন, মাসুদুল আলম জিকু, সালাউদ্দিন রনি, মোঃ সগীর, ৩৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহজাহান বাপ্পি ফরহাদ আবদুল্লা, কায়সার, মুনির, রাজু মোমেন, রুবেল, সোহেল রানা, ইসমাঈল হুরান, সালাউদ্দীন, রমজান আলী, কাজীআরিফ, টিপু, জুয়েল, আমির, মো:মাসুম, হৃদয় কুমার দাশ, আরমান, আলাউদ্দীন, সোহেল রানা, ফিরোজ মৃধা, মোঃ ওসমান হায়দার, সৈয়দ, এনামুল হক, জসিম, ওমর ফারুক, জাবেদ উদ্দিন, রবিউল হোসেন তানিম, মিন্টু আহমেদ, আলী নূর রুবেল, ইউসুফ সানি, মোঃফরিদ, নুর উদ্দিন জনি, শাহনেওয়াজ সাকিন, ইব্রাহিম খলিল সাদ্দাম, হোসনে মুরাদ মাহিন, আরিফুল হক, হাসনাত সাইমন, মাসুদ আরাফাত, শাহারিয়ার রুবেল, ইউনুস শুভ, মোহাম্মদ মোশারফ, শামসুল আলম, রুহুল আমিন, মোহাম্মদ আলতাফ, নাজমুল হক নোমান, নূর হোসেন রায়হান, মিজান, আলাউদ্দিন, এরশাদ, মঞ্জুর, জিকু, হৃদয়, রায়হান, নয়ন, টিপু,অন্তর, আব্দুল্লা আল হাসান ইফতি, ওমর ফারুক মোহাম্মদ ইমু, সাইফুল ইসলাম, সাকিব, নবী, অনিক, পারভেজ, মিরাজ পমূখ।
জাতীয় শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগর::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের ন্যাক্কার জনক হত্যাকান্ডের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দগণ নগর শ্রমিক লীগের পক্ষ থেকে নগরীর মোহাম্মদ আলী রোডস্থ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এবং সুরা ফাতেহা পাঠান্তে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল, সহ-সভাপতি মোহাম্মদ সবুজ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ সোলেমান, সহ-সভাপতি মোহাম্মদ মুহিবুল্লা ও মোহাম্মদ সোহেল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহামদ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিঃ ঠিকাদার শ্রমিক লীগের সভাপতি প্রশান্ত বডুয়া, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের অর্থ সম্পাদক লিটন চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ হাসান মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজির, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ কর্মচারী লীগের অর্থ সম্পাদক আবদুল হাই, উপদেষ্টা জামাল উদ্দিন ও মোহাম্মদ সায়েম, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগ, চট্টগ্রাম পলিটেকনিক্যাল শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ নেতৃবৃন্দ।
চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাব ও চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিকেলে নন্দনকাননে চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবে কোরান খতম ও বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সহধর্মিণী, চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভানেত্রী তানজিয়া রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন পুলিশ সুপার, চট্টগ্রামের সহধর্মিণী শারমিন আক্তার, লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিণী মিশকাত আফরিন,অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এর সহধর্মিণী ফারজানা ইয়াসমিন ও অন্যান্যদের মধ্যে সেকুয়া জয়রীন, শারমিন সুলতানা সেতু, পিংকি ঢালী,মোছা: শ্রাবণী খাতুন, সঞ্চিতা কুন্ডুসহ সদস্যবৃন্দ। ।##
যুব মহিলা লীগ, চট্টগ্রাম মহানগর:
শোকাবহ আগস্ট উপলক্ষে যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, শেখ রাসেল সহ হত্যাযজ্ঞের শিকার সকলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহানারা সাবের, সিনিয়র সদস্য জিন্নাত আরা খানম তারা, সোনিয়া আজদ, ইসরাত জাহান, কানিজ ফাতেমা, জিন্নাত আরা ঝুমা, সাবেকুন নাহার কলি, নাহিদা ইয়াছমিন, মেঘলা সুলতানা সহ ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় সোনিয়া আজাদ বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এক ও অভিন্ন ব্যাপার। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, এটা অস্বীকার করার কোন অবকাশ নেই। ১৯৭৫ সালে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করতে চেয়েছিল ঘাতক চক্র। এটা কখনোই সম্ভব নয়। কারণ এক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে নিঃশ্বেস করা যায় না। বঙ্গবন্ধু দিয়েছে স্বাধীন বাংলাদেশ তার কন্যা দিয়েছেন সমৃদ্ধ এক স্মার্ট বাংলাদেশ।##
এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ:
২২নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং অসহায়-মেহনতী মানুষদের মাঝে খাবার বিতরণ। ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ দত্ত’র তত্ত্বাবধানে এই শোক দিবসের আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল, ইসমাইল সাকিব, অন্তর হোড়, টিপু দে, খায়রুল ইসলাম,
মোহাম্মদ নিয়াজ উদ্দিন তামিম, নুর উদ্দিন রাকিব, রতন চৌধুরী, দিব্য খাস্তগীর, অর্ঘ্য বনিক, পরাগ বিশ্বাস, মুশফিক হোসেন সাজিদ, অয়ন বড়ুয়া, অর্ঘ্য বিশ্বাস শিষ্য, রিফাত ইসলাম, অমিত ঋষি,মেহেরাজ আলিফ,মোহাম্মদ তৌহিদ,আজিজ রাহাত,আকিল,ইমতি,তামিম, তুহিন প্রমুখ।
বঙ্গবন্ধু এক ও অভিন্ন হত্যার মাধ্যমে কখনো বঙ্গবন্ধুকে নিঃশেষ করা যায় না।
বঙ্গবন্ধু যুব পরিষদ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে শোক দিবসে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উত্তর আগ্রাবাদ রহমানবাগ আবাসিকে বাইতুল কোরআন মডেল মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ফল বিতরণ করেন মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক ও মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক শেখ মহিউদ্দিন বাবু। এসময় শেখ মহিউদ্দিন বাবু বলেন, ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই। এসময় উপস্থিত ছিলেন মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুর রহমান মুন্না, ওবাইদুর রহমান আলভী, আবদুল্লাহ আল তানিম, মো. শরিফ, মিজানুর রহমান, উত্তর আগ্রাবাদ রহমানবাগ আবাসিক বাইতুল কোরআন মডেল মাদ্রাসা পরিচালক হাফেজ মুহাম্মদ ওবাইদুল্লাহ সোহাগসহ বঙ্গবন্ধু যুব পরিষদ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার