ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সাংবাদিকের নামে মামলা তুলে নেওয়ার দাবি


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ৪:২

পেঁয়াজের ওজন ও দাম কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করার অপরাধে দৈনিক ভোরের কাগজের রাজবাড়ীর বালিয়াকান্দি প্রতিনিধি মো: শহিদুল আলম মিয়া মিলনের বিরুদ্ধে আদালতে দুটি মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি প্রেসক্লাব এবং জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে চৌরাস্তায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের অর্ধশত সাংবাদিক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা। 

বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মো: আতিয়ার রহমান আতিকের সভাপত্বি ও সাংবাদিক গোলঅম মোর্তবা রিজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, বার্তা২৪.কমের সোহেল মিয়া, বাংলাদেশ প্রতিদিনের দেবাশীষ বিশ্বাস, ৭১টিভির মেহেদি হাসান, যমুনা টেলিভিশনের রুবেলুর রহমান, দৈনিক সংবাদের সনজিৎ দাস, দৈনিক সময়ের কাগজের কামরুজ্জামান কামরুল, দেশের কণ্ঠের রফিকুজ্জামান লিটন, রাহাত হোসেন ফারুক প্রমূখ।

বক্তারা বলেন, জামালপুর বাজারের পেঁয়াজ আড়তদারদের সিন্ডিকেটের মূলহোতা তৈয়ব মন্ডল। তিনি পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণ করে কৃষকেদের নানা ভাবে হয়রানি করে থাকেন। ধলতার নামে প্রতি মণ তিনি ৪৪ কেজি করে পেঁয়াজ কিনে থাকেন। মামলা দিয়ে সাংবাদিকসহ কৃষকদের হয়রানি করছেন। জামালপুরের কৃষক বাবু শেখসহ বেশ কয়েকজন  কৃষকের বিরুদ্ধে থানায় ২০ লাখ টাকার মামলা দায়ের করেছেন। সংবাদ সংগ্রহ করার অপরাধে ক্ষিপ্ত হয়ে  তিনি সাংবাদিকের নামেও আদালাতে দুটি মামলা দায়ের করেছে। আমরা দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানাচ্ছি এবং তৈয়বের বিরুদ্ধে কৃষককে মারার অপরাধে শাস্তির দাবি জানাচ্ছি।

স্বারকলিপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, পেঁয়াজ বেচাকেনা নিয়ে সংঘর্ষের ঘটনাটি তার জানা রয়েছে। তিনি এ বিষয়টি দেখবেন। সাংবাদিক ও কৃষকের নামে মামলা দেওয়ার ঘটনাটি দু:খজনক। পেঁয়াজ নিয়ে কোন ধরনের ছিনিমিনি খেলা যাবে না।

উল্লেখ্য, বুধবার (২ আগস্ট) সকাল ও বিকালে দাম নির্ধারণের পর মণ প্রতি ১০০ টাকা কম দেওয়ায় পেঁয়াজ বিক্রেতা ও আড়তদারের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছিল।

গোসাই গোবিন্দপুর গ্রামের পেঁয়াজ বিক্রেতা বাবু শেখ (৬০) ৮৫ কেজি পেঁয়াজ বিক্রির জন্য বুধবার বেলা ১১টার দিকে জামালপুর বাজারে নিয়ে যান। বাজারের আড়তদার তৈয়ব আলী মন্ডল প্রতি মণ ১ হাজার ৯২০ টাকা দরে ক্রয় করে নেন। পরে আড়তদারের ভাগনে সোহেল মৃধা পেঁয়াজের মান ভালো না বলে মণ প্রতি ১০০ টাকা দাম কম দিতে চায় এবং ৪ কেজি পেঁয়াজ কম ধরে ৮১ কেজির দাম নির্ধারণ করেন। এতে প্রতিবাদ করলে সোহেল মৃধা পেঁয়াজ বিক্রেতার মুখে কিল-ঘুষি মারতে থাকে।

ঘটনাটি জানাজানির পর তার স্বজনরা আড়তদারের দোকানে গিয়ে বিষয়টি জানতে চাইলে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষকে বুধবার বিকালে তার ব্যক্তিগত অফিসে পেঁয়াজ বিক্রেতার কাছে আড়তদারের ভাগনে সোহেলকে মাফ চাইতে বলে। বিষয়টি তখনই নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু শালিসের পর চেয়ারম্যানের ঘর থেকে বের হয়ে উভয় পক্ষ আবার সংঘর্ষে লিপ্ত হয়।

এতে পেঁয়াজ বিক্রেতাসহ ২ জন এবং আড়তদারের গ্রুপে ৩ জন আহত হয়েছে বলে তারা দাবি করেছিলেন। পেঁয়াজ বিক্রেতা নিজে এবং তার নাতি ছেলে রাহুল শেখ (১৫) আহত হয়ে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা ভর্তি হয়েছিলেন। আড়তদারের গ্রুপের ৩ জন আহত হয়েছে বলে দাবি করলেও তারা তখন নাম বলতে পারেনি।এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে তৈয়বের রোষানলে পড়েন সাংবাদিক মিলন। ঘটনার এক সপ্তাহ পর তৈয়ব মন্ডল রাজবাড়ী আদালতে সাংবাদিক মিলনসহ ৯ জন কৃষকের নামে দুটি মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক