সব শুরুর একটা সময় শেষ আছেঃ তানভীর টিটু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর মতে, বোর্ডের সব প্রক্রিয়া মেনেই দলের বাইরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তানভীর আহমেদ টিটু বলেন, 'আপনারা সবাই জানেন ইতোমধ্যে রিয়াদের ব্যাপারটা আমাদের চীফ সিলেক্টর বলেছেন। আমরা ক্রিকেট বোর্ড যেভাবে কাজ করে বা করে এসেছে প্লেয়ারদের তৈরি করা থেকে শুরু করে প্লেয়ারদের খেলানো। জিরো লেভেল গ্রাউন্ড থেকে একদম টপ লেভেল পর্যন্ত যেভাবে একটা প্রসেসের মধ্যে চলে একটা ক্রিকেট বোর্ড, সে প্রসেসের উপরই কিন্তু সমস্ত কিছু নির্ধারণ করা হয়। যেটা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রে, এটা আসলে যেভাবে আলোচনায় আসছে, ওভাবে আলোচনায় আসার মতো কোনো বিষয় না। আমার কাছে মনে হয় না এই জন্য, যার একটা শুরু আছে তার একটা সময় শেষ আছে।
এরই মধ্যে আলোচনা চলেছে দলের বাইরে থাকা ৮ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। বিশ্বকাপের মূল ১৫ সদস্যের বাইরে এই ৮ ক্রিকেটারকে নিয়ে গঠন করা হবে আরো একটি দল। বিশ্বকাপে ইনজুরির মতো ঘটনায় কেউ ছিটকে গেলে বিকল্প ক্রিকেটারদের প্রস্তুত করে রাখতে চাইছে বিসিবি। আর সে দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদও।
প্রত্যেকটি প্লেয়ারই একটা সময় ন্যাশনাল টিমে অন্তর্ভূক্ত হয়, একটা সময় ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে। এটা একটা প্রসেসের মধ্য দিয়ে চলে। তো সেরকমই একটা অংশ। যদি বিশ্বকাপে এরকম মনে করে টিম ম্যানেজম্যান্ট, যে একটা ব্যাকআপ প্লেয়ার যদি ইনজুরড কেউ হয়, তার জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার জন্য কোনো ক্রিকেটারকে যদি মনে করে যে সেখানে রিয়াদকে রাখা দরকার তখন হয়তো অবশ্যই রাখবে।'
টাইগারদের এশিয়া কাপ দলে জায়গা না হওয়ায় শঙ্কায় মাহমুদউল্লাহর রিয়াদের জাতীয় দলে ফেরা। এশিয়া কাপ জায়গা হারানো রিয়াদকে নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটাঙ্গনে বইছে তুমুল আলোচনা।
চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থেকে কবে দলে ফিরবেন রিয়াদ, এমন আলোচনা ছিলো প্রতিটি সিরিজেই। তবে ফেরা হয়নি আর। বিসিবির নিয়ামানুযায়ী, এক বছরের মতো জাতীয় দলের বাইরে থাকলে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন ওই ক্রিকেটার। সেক্ষেত্রে নিকট ভবিষ্যতে দলে ফেরা না হলে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন রিয়াদ।
বিসিবির পরিচালক টিটু যেমনটা বলেছেন , 'যে নিয়ম ক্রিকেট বোর্ডের আছে, ক্রিকেট বোর্ড সে নিয়মেই যাবে। কোনো প্লেয়ারের যদি সেভাবে নিয়ম থাকে যে কেউ এক বছর ন্যাশনাল টিমের বাইরে থাকে তারপর তার চুক্তি শেষ হয়ে গেলে আবার ৬ মাস শেষ হয়ে গেলে আবার সে চুক্তিটা নবায়ন না হওয়ার পর। আমাদের যদি সেভাবে সিস্টেম থেকে থাকে সেভাবেই চলবে। নিয়মের মধ্যে থেকেই সবকিছু যাবে। যেটা আমাদের নিয়মে আছে ক্রিকেট বোর্ডের সেভাবেই সবকিছু হবে
এমএসএম / এমএসএম

অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

চোটে ছিটকে গেলেন হ্যারি কেইন

নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

‘৫০ রান কম করেছি’, ম্যাচ হারের পর হৃদয়

সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিশর
Link Copied