তাড়াশে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত
সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্ৰী কলেজের অধ্যাপক মাজহারুল ইসলাম তার ছেলে মোঃ নাঈমকে নিয়ে গ্রামের বাড়ি বেলকুচি যাওয়ার পথে সলঙ্গার পার্শ্বে সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই ছেলে নাঈম নিহত হয়েছে। তাড়াশ মহিলা ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল নাঈম নিহত বিষয়টি নিশ্চিত করেছেন। বাবা অধ্যাপক মাজহারুল ইসলাম গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯আগষ্ট) সকাল ১১টার দিকে সলঙ্গা রোড নামক স্থানে। পারিবারিক সূত্রে জানাগেছে, অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম তার ছেলেকে নিয়ে তাড়াশের ভাদাস থেকে তার পৈত্রিক গ্রামের বাড়ি বেলকুচি যাওয়ার পথে সলঙ্গার পার্শ্বে সিএনজি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়। গুরুত্ব আহত অধ্যাপক মাজহারুল ইসলামকে সিরাজগঞ্জ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। নাঈম সিরাজগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাড়াশ মহিলা ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম