ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ইবিতে ভ্যানের ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ভ্যান ধর্মঘট


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ১২:৪২

দেশে চলমান দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে ইবির ইনডোরের ভ্যানচালকরা তাদের ভ্যান ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্ট কালের জন্যে ভ্যান ধর্মঘট শুরু করেছে। ২৬ আগস্ট সকাল সাতটা থেকে ইবির ইনডোরের ভ্যানচালকগণ তাদের এ ধর্মঘট কর্মসূচী শুরু করে। জানা গেছে,মহাসড়ক সংলগ্ন মেইন গেট থেকে ১৭৫ একরের ইবি ক্যাম্পাসের ইনডোরে ভ্যান ভাড়া ছিলো পাঁচ টাকা।এ পাঁচ টাকায় ক্যাম্পাসের আটটি শিক্ষার্থীদের হল,চারটি ইউনিটের বিভিন্ন বিভাগ,প্রশাসন ভবন,ইবি ল্যাবরেটোরী স্কুল, শিক্ষকদের আবাসিক ভবন অথবা ইবি লেকের যেকোনো এক জায়গায় যাওয়া যেত।ভ্যান ধর্মঘটীরা সে ভাড়া বাড়িয়ে দশ টাকা করতে চায়। এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মোঃ বায়জিদ হোসেন জানান, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতিতে শিক্ষার্থীরা এমনিতেই নাকাল।বিভিন্ন জরুরি প্রয়োজনে আমাদেরকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দ্রুত যেতে ভ্যান ব্যবহার করতে হয়।প্রতি বছর ভর্তির সময়ে ভ্যান চালকরা ভ্যান ভাড়া বৃদ্ধির পায়তারা করে।এবারও তেমনটি হয়েছে। খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী মোসাঃ উম্মে হাবিবা জানান যে, মেয়েদের হল থেকে প্রশাসন, একাডেমিক,বিভিন্ন বিভাগ,এবং মেইন গেটের দুরত্ব বেশী থাকায় ভ্যানে মেয়েদের চড়তেই হয়।তারপর আবার ভ্যানের ভাড়া বৃদ্ধি।এটা আমাদের জন্য 'মরার উপর খড়ার ঘা'।এক স্থান থেকে অন্য স্থানে দিনে যদি পাচবার যাওয়া ও পাঁচবার আসা হয় তাহলে মোট টাকা খরচ হবে একশত টাকা।হাত খরচ পঞ্চাশ টাকা। হলে খেলে তিন বেলা দুই শত পঞ্চাশ টাকা থেকে তিনশত টাকা।বাহিরে খেলে চারশত টাকা থেকে চারশত পঞ্চাশ টাকা।শিক্ষার্থীরা এত টাকা পাবে কোথায়? প্রক্টর প্রফেঃ ড.মোঃ শাহাদাৎ হোসেন আজাদ বলেন,ভ্যান পোলারদের আমাদের সঙ্গে আলোচনা করে ধর্মঘটের ডাক দেওয়া উচিৎ ছিল। সেটা না করে হটাৎ করে ভ্যান চালকেরা ধর্মঘটে যেয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ও আগন্তুকদের সমস্যায় ফেলা ঠিক হয়নি।ভ্যান চালক মোঃ মিজানুর রহমান জানান,আগে পাঁচ টাকা ভাড়া নিয়ে প্রতিদিন পাচ-ছয়শত টাকা রোজগার হতো।সংসারের বাজার সদাই করার পরও দুই-তিনশত টাকা সঞ্চয় হতো। এখন বাজার-সদাই করার পরে সঞ্চয় দুরে থাক ভ্যান গাড়িটা নষ্ট হলে সেটাই মেরামত করতে পারিনা।সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে সেজন্যে ভ্যান ভাড়া বৃদ্ধি করা হোক এমনটাই আশা ভ্যানচালক মিজানুর রহমানের।

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা