নওগাঁ-৪ আসনে আবারও নৌকার মনোনয়ন চান শেখ আব্দুল লতিফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪৯ (মান্দা-৪) আসনে আবারও নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে- আলহাজ্ব শেখ মোঃ আব্দুল লতিফ কাজ করে যাচ্ছেন। শেখ মোঃ আব্দুল লতিফ উপজেলার ভারশোঁ ইউপির আলালপুর গ্রামের তৎকালীন শিল্পপতি মরহুম রওশন শেখের কনিষ্ঠ ছেলে। জানা যায়, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবে দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমানে নওগাঁ জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মান্দা উপজেলা আ.লীগের নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।
আলহাজ্ব শেখ মোঃ আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনানুযায়ী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক যাকে উপহার দিবেন তার হয়েই কাজ করবো। তবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক উপহার দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন চক্রান্তের কষাঘাতে তিনি বিজয় ছিনিয়ে আনতে পারেননি। সেসময় স্বতন্ত্র প্রার্থী হিসাবের প্রবীণ আ.লীগ নেতা মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক জয়লাভ করেন। তবে এবার যদি আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়া হয় তাহলে শতভাগ জয় নিশ্চিত বলে আশা প্রকাশ করেন। নৌকার জয় নিশ্চিত করতে নৌকার কান্ডারি হয়ে নেতাকর্মীদের নিয়ে সব সময় মাঠে কাজ করে যাচ্ছি। সৎ যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করে তিনি আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতাদের মধ্যে তিনিও একজন বলে দাবী করেন। সঠিক ও সুচারুভাবে যদি গোয়েন্দা শাখার কর্মকর্তারা জরিপ করেন, তাহলে সৎ ও যোগ্য নেতার তালিকায় তিনি ১ নম্বারে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন। জনমত জরিপেও সৎ নেতার তালিকায় এগিয়ে থাকবেন তিনি। এজন্য এলাকায় সৎ নেতা হিসাবে বেশ সুনাম ও খ্যাতি রয়েছে তার। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ- স্মার্ট নৌকার মাঝি হিসাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।
চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকাপ্রতিক আমাকে উপহার দিয়ে ছিলেন জননেত্রী শেখ হাসিনা। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিক উপহার দিবেন বলে আশা ব্যক্ত করেন। সেই আলোকে শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র মুক্ত স্মার্ট বাংলাদেশ-গড়ার প্রত্যায়ে মান্দা-৪ আসনে কাজ করে যাচ্ছি।
মান্দা উপজেলার ঠাকুরমান্দা বাজারে আব্দুল লতিফ শেখের এক গণসংযোগে জমসেদ আলী, আব্দুর সাত্তার, মিজানুর রহমানসহ অনেকে জানান, আব্দুল লতিফ যোগ্য নেতা। তিনি নিস্বার্থভাবে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। মান্দায় তাকে নৌকা প্রতিক দেওয়া হলে তার বিজয় সুনিশ্চিত।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত
