তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধীতার মাত্রা নিরুপন ও স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক ক্যাম্প -২০২৩ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধীতার মাত্রা নিরুপন ও স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক ক্যাম্প -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর, শনিবার সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহেল রানার সভাপতিত্বে শিখবো সবাই প্রকল্পের প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধীতার মাত্রা নিরুপন ও স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক ক্যাম্প -২০২৩ অনুষ্ঠিত হয়। এ ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানের সভাপতি বলেন প্রতিবন্ধী শিশুদের জন্য এ ধরনের সেবা নিয়মিত করা হলে তাদের পরিবার তার প্রতিবন্ধী শিশুকে বিশেষ যত্ন নিতে শুরু করবে এবং পাশাপাশি বাড়ী ভিত্তিক শিক্ষার প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় নিয়ে আসা সম্ভব হবে। এরপর প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, আরো কিভাবে সকলে মিলে একসাথে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কাজ করা যায় এবং তাদেরকে সমাজের বোঝা না, সম্পদে পরিনত করা যায় সে বিষয়ে সকলকে আহব্বান করে উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। উক্ত ক্যাম্পে ৩৫ জন প্রতিবন্ধী শিশুকে বিশেষজ্ঞ ডাক্তার এর মাধ্যমে এ্যাসেসমেন্ট করা হয়। এছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন কনসোটিয়াম পাটর্নারস সংস্থার মো: আতাউর রহমান সরকার, প্রকল্প ব্যবস্থাপক,গণ উন্নয়ন কেন্দ্র, তাড়াশ, মো: নাজিম উদ্দীন খান আরআরসি ম্যানেজার, পাঁপড়ি, নরসিংদী এবং মো: জমির আলী আরআরসি ম্যানেজার, গ্রাম বিকাশ সংস্থা বগুড়া এবং মো: দিলদার হোসেন, প্রকল্প অফিসার তাড়াশ। এছাড়াও শিখবো সবাই প্রকল্পটি গ্রাম বিকাশ সংস্থার বাস্তবায়নে ও সিডিডি এর সহযোগিতায় তাড়াশ উপজেলায় তালিকাভূক্ত ১৫ টি বিদ্যালয়ের ক্যাচমেন্টে গুরুতর ও বহুবিধ প্রতিবন্ধী শিশুদের বাড়ী ভিত্তিক শিক্ষা নিয়ে কাজ করে আসছে।
এমএসএম / এমএসএম