আকাশে মেঘ দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচেও রয়েছে সেই আশঙ্কা। ঢাকার আকাশে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। এই তপ্ত রোদ তো, কিছুক্ষণ পরই আকাশ ঢেকে যাচ্ছে মেঘে; সাথে নামছে বৃষ্টি।
সকালেও রৌদ্রজ্জ্বল ছিল ঢাকার আকাশ। কিন্তু কিছুক্ষণ আগেই একপশলা ভারী বৃষ্টি হয়ে গেল মিরপুরে। মিরপুরের আশেপাশের এলাকায়ও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও বা আকাশ ঢেকে আছে কালো মেঘে। আবহাওয়া পূর্বাভাস বলছে, দুপুর একটা পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সাথে বজ্রপাতও হবে। তারপর কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে একেবারে বন্ধ হবে না।
থেমে থেমে সারাদিনই বৃষ্টি হতে পারে মিরপুরসহ ঢাকা শহরের সব অঞ্চলেই। দুপুর একটার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম, ২০ থেকে ৩০ শতাংশ। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে এই সময়েও। তবে বিকাল ৫টার পর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশের বেশি।
তবে সারাদিনই মেঘ থাকার সম্ভাবনা ৮১ শতাংশ। আর মোট বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে প্রায় ৪১ মিলিমিটার। সেই সাথে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দক্ষিণমুখী বাতাসও থাকবে। বাতাসে আর্দ্রতা থাকবে ৮০ শতাংশ। তবে তাপমাত্রা কমবে না, দিনের বেলার গড় তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো।
আবহাওয়ার এই পূর্বাভাস দেখে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না। প্রথম ম্যাচের মতো ফলাফল আসার আগেই ভেস্তে যেতে পারে ম্যাচ কিংবা খেলা হতে পারে কার্টেল ওভারে। তবে কার্টেল ওভার হওয়ার জন্য দুই দলের কমপক্ষে ২০ ওভার করে মোট ৪০ ওভার খেলা মাঠে গড়ানো লাগবে। শরতের বেরসিক বৃষ্টি সেই সুযোগ দিবে তা এখন দেখার অপেক্ষা!
এমএসএম / এমএসএম

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?
Link Copied