সোধির ঘূর্ণিতে নিউজিল্যান্ডের ৮৬ রানে জয়

২০১৩ সালে প্রথমবার বাংলাদেশে আসেন ইশ সোধি। সেবার টেস্ট অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের এই লেগ স্পিনারের। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তার। ১০ বছর পর এবার টাইগার মুল্লুকে আসা নিয়ে রোমাঞ্চিত ছিলেন বেশ, করেছেন টুইটও। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেই দিনটা নিজের করে নিলেন।
প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে বল হাতে নিয়ে ঝলক দেখালেন। ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়ে দলকে এনে দিলেন ৮৬ রানের বড় জয়। নিউজিল্যান্ডের ২৫৪ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬৮ রানে। ব্যাট হাতেও নাটকীয় মুহূর্ত উপহার দিয়ে ৩৫ রান করেন সোধি। এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের জন্য। প্রথম ম্যাচে তাদের কেউই ব্যাটিং করার সুযোগ পাননি। আজ সুযোগ পেয়েও প্রত্যাবর্তন রাঙাতে পারেননি সৌম্য সরকার (০)। তবে খারাপ হয়নি তামিম (৪৪), রিয়াদের (৪৯)।
বাংলাদেশ এ দিন একাদশ সাজায় দুই পরিবর্তন নিয়ে। নুরুল হাসান সোহান ও পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় খেলেছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে ১৪৬তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক খালেদের।
মুস্তাফিজ ও খালেদের তোপে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। মুস্তাফিজ ফেরান ওপেনার ফিন অ্যালেন (১২) ও উইল ইয়াংকে (০)। খালেদের প্রথম ওয়ানডে উইকেট তিন নম্বরে নামা চ্যাড বোজ (১৪)। কিন্তু সেখান থেকে দলকে পথ দেখান হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। দুজনে মিলে ৯৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। হেনরি নিকোলস ৪৯ ও ব্লান্ডেল দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন।
১৮৭ রানে ৭ উইকেট হারালেও অলআউট হওয়ার আগে ২৫৪ করতে পেরেছে ইশ সোধির ৩৫ রানের সাথে লকি ফার্গুসনের ১৩ রানে। তবে তার আগে হয়েছে নাটকীয়তা। ইশ সোধিকে (তখন ১৭ রান) ম্যানকাডিং করেন হাসান মাহমুদ। কিন্তু আম্পায়ারের সাথে কথা বলে তাকে ফিরিয়ে আনেন টাইগার কাপ্তান লিটন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নেন অভিষিক্ত পেসার খালেদ আহমেদ ও শেখ মেহেদী। লক্ষ্য তাড়ায় নেমে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন লিটন। রিভিউ নিয়ে বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক। তবে কাজে লাগাতে পারেননি, ৬ রান করে কাইল জেমিসনের শিকার হন।
তিন নম্বরে নামা তানজিদ হাসান তামিমকে নিয়ে পাওয়ার প্লে দারুণভাবে সামলান তামিম ইকবাল। দুই তামিম মিলে ২৮ বলে যোগ করেন ৪১ রান। ইশ সোধির করা ১১তম ওভারের চতুর্থ বলে লকি ফার্গুসনকে ক্যাচ দেন তানজিদ তামিম (১২ বলে ১৬)। এরপর একে একে তুলে নেন সৌম্য সরকার (০), তাওহিদ হৃদয়কে (৪)। এক পাশ আগলে রাখলেও রিয়াদের সাথে জুটি বড় করতে ব্যর্থ তামিম। এ দফায় তাকেও ফেরান ইশ সোধি। ৫৮ বলে ৭ চারে ৪৪ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৫ উইকেটে ৯২ রানে পরিণত হয় বাংলাদেশ।
সেখান থেকে শেখ মেহেদীকে নিয়ে দলকে টেনে নিচ্ছিলেন রিয়াদ। কিন্তু ইনিংসের ৩০ তম ওভারে আক্রমণে এসেই মেহেদীকে (১৭) বোল্ড করে নিজের পঞ্চম উইকেট তুলে নেন সোধি। বাংলাদেশ পরিণত হয় ৬ উইকেটে ১৩৪ রানে।
এরপর সোধির শিকার হয়ে ৪৯ রানে থামেন রিয়াদও। বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬৮ রানে। সর্বোচ্চ ৬ উইকেট নেওয়ার পথে নিউজিল্যান্ড লেগ স্পিনার খরচ করেন ৩৯ রানে।
এমএসএম / এমএসএম

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?
Link Copied