কুতুবদিয়ায় উৎসাহ-উদ্দীপনায় টিকা নিলেন সাড়ে ৩ হাজার মানুষ

কক্সবাজারের কুতুবদিয়ায় উৎসাহ-উদ্দীপনা নিয়ে স্ব স্ব ইউনিয়ন পরিষদে গিয়ে করোনা টিকা গ্রহণ করেছে মানুষ। উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে এ কার্যক্রম। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বৃষ্টি উপেক্ষা করে অধীর আগ্রহে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন ৩ হাজার ৬০০ মানুষ। টিকা পেয়েছেন প্রতি ইউনিয়নের ৬০০ মানুষ। এ কার্যক্রম সফল করতে কাজ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্যকর্মী ও কমিউনিটি ক্লিনিকের হেলথ্ প্রোভাইডারবৃন্দ (সিএইচসিপি)।
ষাটোর্ধ্ব লিয়াকত আলী অনুভূতি জানাতে গিয়ে বলেন, টিকা গ্রহণ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শুনে টিকা নিয়েছি। তাছাড়া শুনেছি করোনা সনদ ছাড়া নাকি কোনো কাজ করা যাবে না। তাই দেরি না করে টিকা নিয়ে নিয়েছি।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী সকালের সময়কে জানান, সরকারের নির্দেশনা পাওয়ার সাথে সাথে পরিষদের সদস্যদের নিয়ে সভা করেন। তার নির্দেশনায় আগের দিন প্রত্যেক ওয়ার্ডের পাড়ায় পাড়ায় মাইকিং করে মানুষকে করোনা টিকা নিতে উদ্বুদ্ধ করা হয়। এমইউপি সদস্যরাও প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে ৫০ জন নারী পুরুষের রেজিস্ট্রেশন নিশ্চিত করেন। এদিন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ ধুরুং ইউনিয়নে ৬০০ জন নারী-পুরুষকে টিকাদান নিশ্চিত করা গেছে। তাছাড়া এদিন টিকা কেন্দ্রে মাস্ক বিতরণসহ করোনা টিকা গ্রহণে মানুষকে সহযোগিতা করেছেন ব্র্যাক ও রেড ক্রিসেন্টের দক্ষ কর্মীরা।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম শাহিরয়ার চৌধুরী জানান, করোনা টিকা নিতে সকাল থেকে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ উৎসাহ নিয়ে টিকা নিতে এসেছেন।
এদিকে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের সবকটি কেন্দ্র পরিদর্শন করেন- কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস প্রমুখ।
এমএসএম / জামান

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার
Link Copied