কলমাকান্দায় ফার্মাসিস্টের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সরকারি হাসপাতালে সদ্য যোগদানকৃত ফার্মাসিস্ট বিজয় দেবনাথের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ সংলগ্ন মৃত ডা. রনেন্দ্র সাহার বাসা থেকে তার ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসার একটি কক্ষে ব্যাচেলর হিসেবে ভাড়ায় থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন ও নিজেই রান্না করে খেতেন।
মৃত বিজয় দেবনাথ খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের আবাসিক এলাকার বীরেন্দ্র কুমার নাথ ও শেফালী নাথ দম্পতির সন্তান। তিনি গত ৯ আগস্ট কলমাকান্দা উপজেলা সরকারি হাসপাতালের ফার্মাসিস্ট পদে যোগদান করেন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের সহকর্মীরা মৃত বিজয় দেবনাথের মুঠোফোনে বেশ কয়েক বার ফোন দেন। ফোন না ধরায় সহকর্মী কাজরী দেবী হাজং ওই বাসায় গিয়ে দরজায় কড়া নাড়েন ও ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোন সাড়া পাননি কাজরী। ওই বাসার ব্যাচেলর অন্যান্য কক্ষে ভাড়ায় থাকা কামরুল, আশীষ, আল আমিনসহ অনেকে কাজরীকে জিজ্ঞাসা করেন কি হয়েছে? তিনি (কাজরী) তখন বলেন সকালে বিজয়ের মোবাইলে বেশ কয়েকবার কল দেওয়া হলে রিং বাজে। কিন্ত ফোন ধরছে না। বাসায় এসে দরজায় কড়া নেড়ে অনেকবার ডাকাডাকি করলাম। দরজা বন্ধ। ভিতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। পরে কামরুল কক্ষের পকেট দরজা দিয়ে উকি দিয়ে দেখেন জানালার গ্রিলের সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বিজয় দেবনাথ ঝুলে আছেন।
খবর পেয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুনসহ সহকর্মীরা ছুটে আসেন ও তারা থানা পুলিশকে খবর দেন। কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজয় দেবনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মৃতের সহকর্মী সীমা দেবনাথ বলেন, গত ৯ আগস্টে আমরা কলমাকান্দা সরকারি হাসপাতালের ফার্মাসিস্ট পদে যোগদান করি। গত সোমবার থেকে সহকর্মী বিজয় দেবনাথ দাদার চেহারায় হতাশা ছাপ দেখেতে পাই। অন্যান্য দিনের মতো হাসিখুশি ছিলেন না তিনি । আজ (শনিবার) সকালে সার্ভে করার জন্য ঢাকা অফিস থেকে লোক এসেছেন। এরপর আমি বিজয় দেবনাথের এর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিলে রিং হয়। তিনি ফোন ধরছেন না। আমরা ভেবেছি হয়তোবা তিনি অসুস্থ। পরে আমি কাজরী দেবী হাজং দিদিকে খবর দেই।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বিজয় দেবনাথের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
এমএসএম / এমএসএম
বড়াইগ্রামে সুদের ফাঁদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর শাস্তির দাবিতে মানববন্ধ
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার
সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান
কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার