ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রথম দিনে ১৯৮০০ জনকে গণটিকা প্রদান


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৪২

করোনা মহামারী প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে গণটিকা প্রদান কার্যক্রমের প্রথম দিনে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ১৯ হাজার ৮০০ নগরবাসীকে গণটিকা প্রদান করা হয়েছে। নগরীর ৯৯টি কেন্দ্রে ২৯৭ স্বেচ্ছাসেবী, ১৯৮ জন টিকাদানকর্মী ও ৪৮ জন সুপারভাইজরের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয় বলে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখা সূত্রে জানা গেছে। শনিবার (৭ ‍আগস্ট) সকালে নগরীর ২৩নং ওয়ার্ডের জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও  বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা।

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের জানান, আগামী ১৪ আগস্ট থেকে মূলত গণটিকার মূল কার্যক্রম শুরু হবে। উদ্বোধনী দিনে অত্যন্ত শৃংখলার সাথে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ৯৯ কেন্দ্রে প্রায় ১৯ হাজার ৮০০ মানুষকে টিকা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মূল টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। 

রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা জানান, আমাদের টিকার কোনো সংকট নেই। পর্যাপ্ত টিকা মজুদ আছে। আরো আসছে। যতদিন টার্গেট বাস্তবায়ন না হয় ততদিন এ কার্যক্রম চলবে।

এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক ডা. মো. জাকিরুল ইসলাম লেলিন, জেলা প্রশাসক আসিব আহসান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী রুহুল আমীন, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেকেন্দার রহমান, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান ইবনে তাজ, স্যানিটারি ও স্বাস্থ্য শাখা প্রধান আব্দুল কাইয়ুমসহ সিটি, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ