হাতের কব্জি কেটে টিকটক লোমহর্ষক ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার ২

হাতের কব্জি কেটে টিকটক করা কিশোর গ্যাং আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপ এর অন্যতম দুর্র্ধষ লিডার মোঃ ইউনুছ (২৮) ও তার সহযোগী’কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-২
গতকাল ০৪ অক্টোবর ২০২৩ইং তারিখ ১২.৪৫ ঘটিকায় র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাং “আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপের দুর্র্ধষ লিডার হাত কেটে টিকটক করা ওই গ্রুপের অন্যতম সদস্য ইউনুস(২৮), পিতা-মৃত আব্দুর রহমান শিকদার, থানা-মুলাদী, জেলা-বরিশাল এবং তার সহযোগী মোঃ সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল(৩৬) পিতা-আব্দুল রশিদ বিলাতী, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর, এদের মোহাম্মদপুর থানার খিলজি রোড এলাকা হতে ছিনতাই করার সময় হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব ২।
গ্রেফতারকালে ছিনতাইকারীদের দখল হতে ০২টি ছুরি ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি বলেন ইদানীং মোহাম্মদপুর এলাকায় চুরি ছিনতাই এর মত কয়েকটি ঘটনা ঘটলে বিষয়টি র্যাবের নজরে আসে এরই ধারাবাহিকতায় আমরা র্যাবের রাত্রিকালীন টহল বৃদ্ধি করি এতেই এই চক্র কে গ্রেফতার করতে সক্ষম হই।
র্যাব আরো বলেন, এই কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন অপরাধে মারাত্মকভাবে জড়িয়ে পড়ে এবং সংঘবন্ধ হয়ে ছিনতাই এর ঘটনা ঘটায়। কিছু দিন পূর্বেও মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের মধ্যে অন্যতম “আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপের এর কিশোর গ্যাং সদস্য হিসেবে মোঃ ইউনুছ(২৮) ছিনতাইকালে ভিকটিমদের হামলা করে মারাত্মক যখম করার মত ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে দুই কিশোর গ্যাং গ্রুপের আন্তঃদ্বন্দের মাধ্যমে এক পক্ষ চাপাতি দিয়ে আরেক পক্ষের হাত বিচ্ছিন্ন করে টিকটক করার মতো লোমহর্ষক ঘটনাও ঘটান। প্রতিপক্ষের হাত বিচ্ছিন্ন করে টিকটক করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। এছাড়াও তারা ৪০ থেকে ৫০ জন একসাথে এলাকায় এসে ত্রাসের সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের নিকট হতে মোবাইল ছিনতাই সহ শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ঘটায়। আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা কিশোর গ্যাং “আনোয়ার গ্রুপের স্যুটার আনোয়ার চক্রের সদস্য। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও বসিলাসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ ভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। এছাড়াও বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দেশীয় অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। উল্লেখ্য যে, মোঃ ইউনুছ(২৮) এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ০২ টি হত্যার চেষ্টা, ০১টি দস্যুতা মামলা এবং আদাবর থানায় ০১ টি ডাকাতি মামলাসহ সর্বমোট ০৪ টি মামলা ও তার সহযোগী মোঃ সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল (৩৬) এর বিরুদ্ধে আদাবর থানায় ০১টি মানব পাচার মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র্যাব-২ এই ধরনের অভিযান অব্যহত রাখবে বলে অবহিত করেন সিনিয়র এএসপি শিহাব করিম।
এমএসএম / এমএসএম

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Link Copied