ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিশ্বকাপে টাইগারদের প্রেরণায় লাল-সবুজের পতাকায় স্টার লাইন পরিবহন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:২৯
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে প্রেরণা দিতে স্টার লাইন গ্রুপের বাসে লাল-সবুজের পতাকার ডিজাইন করা হয়েছে। এখন দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে কালো পিছঢালা সড়কে দুর্দান্ত গতিতে বাংলাদেশের পতাকা পরিধান করে ঘুরছে স্টার লাইন পরিবহনের বাসগুলো। এতে করে একদিকে উৎসাহ ও অনুপ্রেরণা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য; অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসতে নিজের করনীয় নির্ধারণকে স্মরণ করিয়ে দিচ্ছে বাসগুলো। স্টার লাইন গ্রুপের এমন ব্যক্তিক্রমী আয়োজন দেশজুড়ে ক্রীড়ামোদিদের নজর কেড়েছে। এমন কর্মের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধন্যবাদ বার্তায় পুলকিত স্টার লাইন গ্রুপের স্বত্বাধিকারী ব্যক্তিবর্গ। 
জানা যায়, দেশের পরিবহন র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানীয় স্টার লাইন গ্রুপ প্রতিবারই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে প্রেরণা দিতে নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিগত বিশ্বকাপে স্টার লাইন বাসে টাইগার আকৃতি গোটা ক্রিকেট বিশ্বে আলোচিত হয়। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট দলকে মাঠে প্রেরণা দিতে স্টার লাইন বাসে বাংলাদেশের লাল-সবুজের পতাকা অংকন করা হয়েছে। বাসগুলো যখন রাস্তায় চলে, তখন এক দিকে সৌন্দয্য ছড়ায়; অন্যদিকে দেশপ্রেম ও ক্রিকেট প্রেমকে জাগিয়ে তুলছে। স্টার লাইন গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ফেনী জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এবং ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।
 
ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। বিগত বেশ কয়েকটি আইসিসি আসরে বাংলাদেশের টাইগাররা বেশ ভালো খেলেছে। এবারও আশা করি বাংলাদেশ দল ভালো খেলে পুরো পৃথিবীতে বাংলাদেশকে ছড়িয়ে দেবে। এ জন্য আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে হবে। মাঠে যাতে করে তারা ভালো খেলে সে জন্য সবাইকে দোয়া করতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলকে প্রেরণা দিতে স্টার লাইন গ্রুপ যে দৃষ্টান্ত দেখিয়েছেন সেটি একটি ভালো উদ্যোগ। ফেনী জেলা ক্রিড়া সংস্থার পক্ষ থেকেও বাংলাদেশ ক্রিকেট দলকে প্রেরণা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 
 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, স্টার লাইন গ্রুপ সব সময় স্পোর্টস’র সাথে থাকে। এ শিল্প প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্পোর্টস কার্যক্রমে সহযোগি হয়ে থাকে। এটি একটি ভালো কাজ। একটি ভালো উদ্যোগ। বিশেষ করে স্টার লাইন গ্রুপ ক্রিকেট ফ্রেন্ড। বিগত বিশ^কাপে তাদের পরিবহনে টাইগারদের ছবি এঁকে ব্র্যান্ডিং করা হয়। এবার ক্রিকেট বিশ^কাপে বাংলাদেশের দলকে উৎসাহ দিতে লাল-সবুজের পতাকা অংকন করা হয়েছে। এটি একটি ভালো দিক। আমরা সবাই সবার জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে চাই। আশা করি আগামীতেও স্টার লাইন গ্রুপ ক্রিকেট প্রেমকে ধারণ ক্রিকেটারদের পাশে থাকবে।

এমএসএম / এমএসএম

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত