ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপে টাইগারদের প্রেরণায় লাল-সবুজের পতাকায় স্টার লাইন পরিবহন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:২৯
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে প্রেরণা দিতে স্টার লাইন গ্রুপের বাসে লাল-সবুজের পতাকার ডিজাইন করা হয়েছে। এখন দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে কালো পিছঢালা সড়কে দুর্দান্ত গতিতে বাংলাদেশের পতাকা পরিধান করে ঘুরছে স্টার লাইন পরিবহনের বাসগুলো। এতে করে একদিকে উৎসাহ ও অনুপ্রেরণা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য; অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসতে নিজের করনীয় নির্ধারণকে স্মরণ করিয়ে দিচ্ছে বাসগুলো। স্টার লাইন গ্রুপের এমন ব্যক্তিক্রমী আয়োজন দেশজুড়ে ক্রীড়ামোদিদের নজর কেড়েছে। এমন কর্মের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধন্যবাদ বার্তায় পুলকিত স্টার লাইন গ্রুপের স্বত্বাধিকারী ব্যক্তিবর্গ। 
জানা যায়, দেশের পরিবহন র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানীয় স্টার লাইন গ্রুপ প্রতিবারই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে প্রেরণা দিতে নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিগত বিশ্বকাপে স্টার লাইন বাসে টাইগার আকৃতি গোটা ক্রিকেট বিশ্বে আলোচিত হয়। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট দলকে মাঠে প্রেরণা দিতে স্টার লাইন বাসে বাংলাদেশের লাল-সবুজের পতাকা অংকন করা হয়েছে। বাসগুলো যখন রাস্তায় চলে, তখন এক দিকে সৌন্দয্য ছড়ায়; অন্যদিকে দেশপ্রেম ও ক্রিকেট প্রেমকে জাগিয়ে তুলছে। স্টার লাইন গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ফেনী জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এবং ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।
 
ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। বিগত বেশ কয়েকটি আইসিসি আসরে বাংলাদেশের টাইগাররা বেশ ভালো খেলেছে। এবারও আশা করি বাংলাদেশ দল ভালো খেলে পুরো পৃথিবীতে বাংলাদেশকে ছড়িয়ে দেবে। এ জন্য আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে হবে। মাঠে যাতে করে তারা ভালো খেলে সে জন্য সবাইকে দোয়া করতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলকে প্রেরণা দিতে স্টার লাইন গ্রুপ যে দৃষ্টান্ত দেখিয়েছেন সেটি একটি ভালো উদ্যোগ। ফেনী জেলা ক্রিড়া সংস্থার পক্ষ থেকেও বাংলাদেশ ক্রিকেট দলকে প্রেরণা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 
 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, স্টার লাইন গ্রুপ সব সময় স্পোর্টস’র সাথে থাকে। এ শিল্প প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্পোর্টস কার্যক্রমে সহযোগি হয়ে থাকে। এটি একটি ভালো কাজ। একটি ভালো উদ্যোগ। বিশেষ করে স্টার লাইন গ্রুপ ক্রিকেট ফ্রেন্ড। বিগত বিশ^কাপে তাদের পরিবহনে টাইগারদের ছবি এঁকে ব্র্যান্ডিং করা হয়। এবার ক্রিকেট বিশ^কাপে বাংলাদেশের দলকে উৎসাহ দিতে লাল-সবুজের পতাকা অংকন করা হয়েছে। এটি একটি ভালো দিক। আমরা সবাই সবার জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে চাই। আশা করি আগামীতেও স্টার লাইন গ্রুপ ক্রিকেট প্রেমকে ধারণ ক্রিকেটারদের পাশে থাকবে।

এমএসএম / এমএসএম

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ