শঙ্খনদের বেড়িবাঁধ ভাঙ্গনের কবলেও প্রভাবশালী সিন্ডিকেটের বালু উত্তোলন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নে শঙ্খ নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।বারবার প্রশাসনের অভিযানের পরেও থামছে না বালু উত্তোলন।সারা বছর ধরে এইভাবে বালু উত্তোলন করা হচ্ছে।এতে বর্ষা মৌসুমে নদীর তীরবর্তী ফসলি জমি,ঘরবাড়ি ছাড়াও জুঁইদন্ডী ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার বেড়িবাঁধ নদীর গর্ভে বিলিন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই বালু উত্তোলনকারীরা প্রভাবশালী ও দলীয় লোকজন হওয়ায় কেউ কিছু তাদের বলতে সাহস পান না স্থানীয়রা।
ভাঙ্গন কবলিত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১০০ মিটার বেড়িবাঁধ ভেঙে নদে তলিয়ে গেছে। জোয়ারের পানি প্রবেশ করছে বসতঘর ও কৃষিজমিতে। বেশকয়েকটি বসতঘর ভেঙে নদে বিলীন হয়ে গেছে।এই ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে শঙ্খনদ।এর মধ্যে বেড়িবাঁধের সাড়ে তিন কিলোমিটার অংশে ব্লক বসালেও বাকি অংশ মাটি দিয়ে নির্মিত হয়েছে বাঁধ। সম্প্রতি নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে এই ইউনিয়নের বানুরহাট থেকে গোদারপাড় পর্যন্ত দুই কিলোমিটার, মধ্যম জুঁইদণ্ডী থেকে পূর্ব জুঁইদণ্ডী তিন কিলোমিটার ও হাজি বাজার থেকে রব্বান নিয়াজী বাড়ি পর্যন্ত এক কিলোমিটার অংশে ভাঙন দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শঙ্খনদী থেকে প্রায় ৩ মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। কিন্তু এ জন্য তাদের কোনো অনুমতি দেয়নি সরকার। প্রতি বছর বর্ষা মৌসুমের পরই নদীতে ড্রেজার বসিয়ে বালু বিক্রি করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বালুদস্যু চক্রটি। সারা বছর প্রকাশ্যে ড্রেজার চলে। কখনো কখনো প্রশাসনের ভয়ে দিনে পাইপ খুলে রেখে রাতে বালু উত্তোলন করছেন তারা।
এ দিকে বালু উত্তোলনের কারণে কৃষি জমি,বসতবাড়ি ও বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুম এলে নদীর পাড়ে ব্যাপক ভাঙ্গন শুরু হয়। এতে তাদের ঘর সরিয়ে নিতে হয়। গত কয়েক বছরের নদী ভাঙ্গনের কারনে অনেক পরিবার বাড়ি নদীর গর্ভে হারিয়ে নিঃস্ব হয়ে ভাড়া ঘরে কোনো রকমে বসবাস করছেন।
সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মো. রুবেল ও আবছার নামে দুই ব্যক্তি জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ও ২ননং ওয়ার্ডে বেড়িবাঁধের পাশে ড্রেজার বসিয়ে দিনরাত বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় মাটি ভরাট করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ড্রেজার দিয়ে রাতদিন সমানে বালু তুলছে স্থানীয় রাজনৈতিক কয়েকজন নেতা।আমরা গরীব মানুষ তাদেরকে বিরুদ্ধে কথা বলার সাহস করে না।সরকার বাঁধের পাশের জিও ব্যাগ ও বালুর বস্তা দিলেও নদী থেকে বালু তুলে নেওয়ার কারণে তা ফের নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। ভাঙনের ফলে এখন আমার ঘরের একাংশ ভাঙনের কবলে।
২নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা বুলু আকতার আক্ষেপ করে বলেন,আমার সম্বল হিসেবে ঘরটিও ভেসে গেল।বর্তমানে ভাড়াবাড়ীতে থাকতে হচ্ছে। এই এলাকায় যখন বাঁধ নির্মান হচ্ছিল আশায় বুক বেঁধে ছিলাম হয়তো স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটি রক্ষা হবে। কিন্তু এখন বাঁধ নির্মান হওয়ার পরেও বাঁধ ভেঙ্গে ঘরটিও তলিয়ে যাচ্ছে। রাতদিন ড্রেজারের মেশিনের শব্দে এই ভাঙ্গা ঘরে থাকা দায়।
বালু উত্তোলনের সঙ্গে জড়িত মো.রুবেলের কাছে মুঠোফোনে জানতে চাইলে বলেন, বালুতো আমি একা তুলি না আরো অনেকে তুলে। আমরা তো বরুমছড়া অংশে তুলি। জুঁইদন্ডী অংশে আব্বাস আর গফুর তুলে।
এদিকে মো. আব্বাস বলেন আমরা সাঙ্গু নদী থেকে বালু তুলি না। আমরা বালু বাহির থেকে এনে এখানে আনলোড করে রাখি। এরপরে আমাদের অনেক জরিমানা করেছে প্রশাসন। কিন্তু যাদের কারণে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে তাদেরতো এখন পর্যন্ত কোন জরিমানা করা হয়নি।
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ এর কাছে জানতে তিনি বলেন,বিষয়টি আমি অবগত আছি। নদী থেকে বালু উত্তোলনের কারনে বেড়িবাঁধের জিও ব্যাগগুলো সরে বাঁধ ভেঙ্গে যাচ্ছে।আমাদের তো ম্যাজিস্ট্রেরি ক্ষমতা নেই,বিষয়টি আমি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। উপজেলা প্রশাসন বিষয়টি দেখবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন জানান,অবৈধ ভাবে সাঙ্গু নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের অনেকবার জরিমানা করা হয়েছে। বিষয়টি আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Link Copied