ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ব্র্যাক ব্যাংকের সাসটেইনেবল ব্যাংকিং  কার্যক্রমের স্বীকৃতি দিয়েছে বিআইবিএম  


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৪:২৭

২০২২ সালে সাসটেইনেবল ব্যাংকিংয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্র্যাক ব্যাংককে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। বিআইবিএম কর্তৃক আয়োজিত নিজেদের বার্ষিক অনুষ্ঠানে টেকসই অর্থায়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এর মতো ক্ষেত্রগুলোতে অসাধারণ নৈপুণ্যের জন্য দেশের শীর্ষস্থানীয় টেকসই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই স্বীকৃতি দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর ২০২৩ ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাসটেইনেবল ব্যাংকিং ও ফাইন্যান্স সম্মেলনে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিআইবিএমের ড. শাহ মো. আহসান হাবিবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই স্বীকৃতির বিষয়ে বলতে গিয়ে মো. সাব্বির হোসেন বলেন, “বিআইবিএম কর্তৃক এমন স্বীকৃতি পেয়ে আমরা সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমাদের টেকসই উদ্যোগকে আরও সম্প্রসারিত করার ব্যাপারে আমাদের অনুপ্রাণিত করবে। সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা এবং পরিপালনের সমন্বয়ে গঠিত আমাদের মূল্যবোধ-ভিত্তিক বিজনেস মডেল সবুজ অর্থায়ন, টেকসই সিএমএসএমই, কৃষি অর্থায়ন এবং সামাজিক দায়বদ্ধ উদ্যোগসমূহের বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে দিয়েছে।” 
ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে টেকসইতা এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার ব্যাপারে কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। আমাদের লক্ষ্য হলো, আসন্ন আর্থিক এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার লক্ষ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা। আমাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের আওতায় এমন সব কর্মসূচি গ্রহণ করা হয়, যা সমাজ এবং সমাজের মানুষের জীবনে একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রেখে যায়। আমরা যা কিছু করি, তার মূলে থাকে আমাদের মূল্যবোধসমূহ। এভাবেই আমরা বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে নিবেদিত রয়েছি।”

তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। "আপনার নাগালই পরিচ্ছন্ন হাত" প্রতিপাদ্যে এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সারওয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ইউনিসেফ বাংলাদেশের উপ প্রতিনিধি ইমা ব্রিগহাম, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের টিম লিডার ড. এনথোনি এসোফনি।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে বলেন, আমাদের ধর্মেও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সুস্থ শরীরের চেয়ে বড় কোন সম্পদ পৃথিবীতে নেই উল্লেখ করে তিনি বলেন, সুস্থ শরীরের জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ মানুষই দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে তাই নিজেদের সুস্থতার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,  আমাদের দৈনন্দিন জীবনযাপনে ভালো ভালো অভ্যাস তৈরি করতে হবে যাতে শরীর সুস্থ থাকে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এ সময় ছোট সময় থেকেই বাচ্চাদের মধ্যে ভালো ভালো অভ্যাস গড়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মানুষ অভ্যাসের দাস তাই যে ভালো অভ্যাসগুলো আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারব তার সুফল সারা জীবন ভোগ করা যায়।

অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সাথে স্থানীয় সরকার মন্ত্রীসহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ হাত ধোয়ায় অংশগ্রহণ করেন। অতিথিবৃন্দ এ সময় ছাত্রছাত্রীদের সারা জীবন হাত ধোয়ার অভ্যাস বজায় রাখার আহ্বান জানান।

 

Sunny / Sunny

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত

পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য এএমএলন ও সিএফটি সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো আইএফআইসি ব্যাংক

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা

তিতাস গ্যাসে প্রতিটি শেয়ারের বিপরীতে ২% নগদ লভ্যাংশ অনুমোদিত

অ্যাপার্টমেন্ট কেনার আগে ৫টি জরুরি বিষয়!

যমুনা ব্যাংক পিএলসি কক্সবাজারের হিমছড়িতে হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

*নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন, মিলছে মহাপরিচালকের পৃষ্ঠপোষকতা*

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ জন আটক

যশোরে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী আয়োজন