কৃষকদের উন্নয়নে ব্র্যাকের ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতা
সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার হাওর অঞ্চলের কৃষকদের সহায়তা এবং বন্যাপ্রবণ এলাকার জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরসণে ব্র্যাকের সাথে অংশীদারিত্ব করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর আওতায়, কৃষকদের জলবায়ু সহিষ্ণু বীজ, উন্নত কৃষি প্রযুক্তি, টেকসই কৃষি যান্ত্রিকীকরণ, ফসল পরবর্তী গুদামজাতকরণ সুবিধা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন্য ব্র্যাকের সাথে কাজ করছে ব্যাংকটি। প্রকল্পের আওতায়, ৩০ হাজার তালগাছ রোপণ করা হবে যা হাওর অঞ্চলের জীবন ও জীবিকা রক্ষার্থে সহায়তা করবে এবং বজ্রপাতজনিত মৃত্যু রোধ করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে হাওরে ফসল চাষাবাদে সহযোগিতা করা হবে। বিশেষ করে, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা কৃষিকাজে ব্যাপক সক্ষমতা অর্জন করবে। কৃষি যান্ত্রিকীকরণ কৃষি কাজকে উৎপাদনমূখী ও পরিবেশ বান্ধব করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে প্রধান নির্বহী নাসের এজাজ বিজয় এবং ব্র্যাক বাংলাদেশ এর পক্ষ থেকে নির্বাহী পরিচালাক আসিফ সালেহ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশের হাওর অঞ্চলের বাসিন্দা, বিশেষ করে ধান চাষিদের জীবন খুবই কঠিন। দেশের কৃষি খাত আধুনিকীকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড নতুন সমাধান উন্মোচনে ভূমিকা রাখছে, যা উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং সকলের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। উন্নত ও টেকসই বিশ্ব গঠনের জন্য উদ্ভাবনী সমাধানগুলো নিয়ে কাজ করতে ব্র্যাক-কে পাশে পেয়ে আমরা আনন্দিত। ব্র্যাক বাংলাদেশ-এর নির্বাহী পরিচালাক আসিফ সালেহ বলেন, হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিত কৃষকদের সহায়তায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে হাত মেলাতে পেরে আমরা গর্বিত। এই অংশীদারিত্ব আরও টেকসই এবং ব্র্যাকের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ও জলবায়ু সহিষ্ণু বীজ হাওর অঞ্চলের কৃষকদের খরচ কমাবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। বর্তমানে আমাদের নারী কেন্দ্রিক ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘দাবি’র ৫০ শতাংশ সদস্য কৃষিকাজে নিয়োজিত। এই অংশীদারিত্বের মাধ্যমে তাদের জন্য বিপুল সম্ভাবনা উন্মোচন হবে, যা পরবর্তীতে তাদের জীবিকার উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
৪র্থ বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেলেন দেশের ২৪ জন শীর্ষ নির্বাহী
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০১তম সভা অনুষ্ঠিত
স্বচ্ছ ও আইনসম্মত ক্রয়ের আহ্বানঃ বিএমইউতে ক্রয় আইন ও নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
কমিউনিটি ব্যাংক ও মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট
প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন
অর্থনীতির স্থপতি মতিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক
বিশ্ব টয়লেট দিবসে হারপিকের স্যানিটেশন সচেতনতা অনুষ্ঠান
বিএনসিসি ক্যাডেটদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারীদের সংবর্ধনা
প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু
যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে কোমলমতি ছাত্র ছাত্রীদের আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
৩০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি