ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আপনার অজান্তেই যে ২০ অ্যাপস ব্যাটারির আয়ু কমায়


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ১১:২৬

স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্যেও দায়ী জনপ্রিয় কিছু অ্যাপ। সম্প্রতি এক রিপোর্টে এমনই ১০০টি অ্যাপের তালিকা প্রকাশিত হয়েছে। দেখে নিন সেই তালিকার সেরা ২০টি অ্যাপ।

ইনস্টাগ্রাম : হোয়াটসঅ্যাপের পরেই এই তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম। প্রসঙ্গত এই দুটি সোশ্যাল প্ল্যাটফর্মের মালিক ফেসবুক।

জুম : করোনাকালে ভিডিও কলের জনপ্রিয়তার পরেই সামনে এসেছে জুম অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে একসঙ্গে ১০০ জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন।

উবার : জনপ্রিয় এই ক্যাব অ্যাপও ফোনের ব্যাটারি শেষ করার অন্যতম কারণ।

ইউটিউব : গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এটা বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম।

আমাজন : এই ই-কমার্স অ্যাপের জন্যেও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়।

টিন্ডার : জনপ্রিয় এই ডেটিং অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ।

ফেসবুক : ব্যাটারি খরচের তালিকায় জায়গা করে নিয়েছে ফেসবুক অ্যাপও।

লিংকডড ইন : প্রফেশনাল এই সোশ্যাল মিডিয়া অ্যাপও স্মার্টফোনে ব্যাটারি নষ্ট করে।

টেলিগ্রাম : হোয়াটসঅ্যাপের মতোই টেলিগ্রাম ব্যবহার করলেও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে।

স্ন্যাপচ্যাট : এই সোশ্যাল মিডিয়া অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে।

স্কাইপ : জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ভিডিও কলের জন্য জনপ্রিয়।

ফিটবিট : ফিটবিট কোম্পানির সব ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচ কানেক্ট করার জন্য এই অ্যাপ ব্যবহার হয়।

মাই ভেরাইজন : জনপ্রিয় মার্কিন নেটওয়ার্ক কোম্পানি ভেরাইজেন গ্রাহকদের জন্য এই অ্যাপ ডিজাইন করা হয়েছে।

এয়ারবিএনবি : এটা ঘর ভাড়া নেওয়ার অ্যাপ। কোথায় ঘুরতে গেলে কাজে লাগবে।

বিগো লাইভ : এটা লাইভ স্ট্রিম অ্যাপ। বিশ্বব্যাপী মানুষের সঙ্গে লাইভ স্ট্রিমের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব।

বুকিং ডট কম : হোটেল ও হোস্টেল বুকিং অ্যাপ। এখানে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট।

​বাম্বেল : এটা অনলাইন ডেটিং অ্যাপ।

গ্রিন্ডার :সমকামীদের ডেটিং অ্যাপ গ্রিন্ডার।

লাইকি : এটা ছোট ভিডিও তৈরি করে পাবলিশ করার অ্যাপ।

প্রীতি / প্রীতি