তাড়াশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সংসদ সদস্যদের ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে মেধাবী ১শ ২৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, পৌর মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা মৎস্য অফিসার মশগুল আজাদ ও উপজেলা সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামান , থানা অফিসার ইনজার্জ শহিদুল ইমলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সম্পাদক শাহিনুর আলম লাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়
এমএসএম / এমএসএম