তাড়াশে অভিভাবক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শিক্ষাক্রম -২০২১ এর রুপরেখা বাস্তবায়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর ২০২৩ বুধবার সকালে উপজেলার সদরে তাড়াশ সরকারী বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী আহসান বিএসসি। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিভাবক অবহিতকরণ ও বাল্য বিবাহের কুফল এবং প্রতিরোধ সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ বিষয়ে আলোচনা করেন সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক শাহনাজ পারভীন,তারিকুল ইসলাম,জীবন নাহার,কাজল রেখা,রওশন আরা খাতুন,করিম বক্স প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম। এ অনুষ্ঠানে ৬ষ্ট ও ৭ম শ্রেনির ছাত্রদের অভিভাকবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম